বাখমুত পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার ওয়াগনার প্রধানের

একটি ভিডিওতে ইয়েভগেনি প্রিগোজিন এ দাবি করেন। তবে এ দাবির বিষয়ে নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্স
Published : 20 May 2023, 02:32 PM
Updated : 20 May 2023, 02:32 PM

কয়েকমাসের লড়াইয়ের পর ইউক্রেইনের বাখমুত নগরীর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

শনিবার একটি ভিডিওতে তিনি এ দাবি করেন। তবে বার্তা সংস্থা রয়টার্স এ দাবির বিষয়ে নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হতে পারেনি।

প্রিগোজিন বলেন, “আজ দুপুর ১২ টায় বাখমুত পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে পুরো নগরীটাই দখল করেছি।”

তিনি জানান, আগামী ২৫ মে তার বাহিনী রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর হাতে নগরীর নিয়ন্ত্রণ তুলে দিয়ে বিরতিতে যাবে।

বাখমুত ঘিরে গত সপ্তাহের তুমুল লড়াইয়ের পর ওয়াগনার প্রধান বাখমুত পুরো দখলে নেওয়ার এ দাবি করলেন, যে লড়াইয়ে ইউক্রেইন কিছু রুশ সেনাকে পিছু হটিয়ে দিয়েছে বলে জানিয়েছিল।

বাখমুতের লড়াইয়ে ওয়াগনার গ্রুপ এবং রুশ সেনারা এক হয়ে যুদ্ধ করেছে ইউক্রেইনের বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেইন যেকোনো মূল্যে শহরটিকে রক্ষার চেষ্টা চালিয়ে এসেছে।

পূর্বাঞ্চলীয় বাখমুত নগরীতে কয়েকমাস ধরে রাশিয়ার ধীর অগ্রগতির পর কয়েকদিন আগেই ব্যাপক অগ্রগতি অর্জনের খবর জানিয়েছিল ইউক্রেইন।