দূষণে ঢেকেছে দিল্লি, ফের শুরু হচ্ছে জোড়-বিজোড় গাড়ি চলাচল

বায়ুদূষণ রোধে ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ এই নিয়মেই গাড়ি চলবে বলে জানিয়েছেন ভারতের রাজধানী দিল্লির পরিবেশমন্ত্রী।

রয়টার্স
Published : 6 Nov 2023, 02:14 PM
Updated : 6 Nov 2023, 02:14 PM

ভয়াবহ বায়ুদূষণ থেকে রেহাই পেতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফের চালু হচ্ছে জোড় -বিজোড় গাড়ি চলাচলের নিয়ম। ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ এই নিয়মেই গাড়ি চলবে।

১৩, ১৫, ১৭ এবং ১৯ নভেম্বর বিজোড় সংখ্যার গাড়ি চলবে। আর ১৪, ১৬, ১৮ ও ২০ নভেম্বর জোড় সংখ্যার গাড়ি চলবে। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই সোমবার একথা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার থেকেই দিল্লির বায়ুদূষণ চরমে পৌঁছেছে। এরই মধ্যে বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অধিকাংশ জায়গায় ৪৫০ পার হয়েছে। সাধারণত, একিউআই ৩০০ ছাড়ালেই তা সাধারণ মানুষের দেহের পক্ষে ভয়াবহ ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়।

নয়াদিল্লিতে সোমবার নিয়ে টানা তিনদিন বায়ুর মান ‘মারাত্মক’ খারাপ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ সংস্থা। দূষণ থেকে পড়ুুয়াদের বাঁচাতে ১০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক স্কুলগুলোর ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস বন্ধ থাকবে বলেও জানিয়েছেন পরিবেশ মন্ত্রী রাই।

তিনি বলেন, “১২ নভেম্বরে আসন্ন দিওয়ালি উৎসবের পর বায়ুদূষণ আরও বেড়ে যেতে পারে।” তাই ২০ নভেম্বরের পরেও জোড়- বিজোড় নিয়মে গাড়ি চলাচল করবে কি না, তা পরে খতিয়ে দেখা হবে বলে জানান রাই৷

দূষণ রুখতে দিল্লিতে ডিজেল চালিত ট্রাক ঢোকও বন্ধ রয়েছে৷ বন্ধ রাখা হচ্ছে নির্মাণ কাজ৷ বিএস ৩ এবং বিএস ৪ মানদণ্ডের ডিজেল চালিত যান চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে৷