মিশর সীমান্তের কাছে ৩ ইসরায়েলি সেনাকে হত্যা

এ ঘটনার তদন্তে মিশরীয় সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করছে বলে জানিয়েছে ইসরায়েল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 01:18 PM
Updated : 3 June 2023, 01:18 PM

মিশর সীমান্তের কাছে এক বন্দুকধারী ইসরায়েলের তিন সেনাকে হত্যা করেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শনিবার সকালে একজন নারী ও একজন পুরুষ সেনাসদস্যকে হত্যা করা হয়। একজন কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে খোঁজাখুঁজি শুরু করলে ওই দুই সেনাসদস্যের মৃতদেহ আবিষ্কার হয়।

পরে সন্দেহভাজন হামলাকারীকে হত্যা করা হয়। তল্লাশি অভিযানের সময় তৃতীয় আরেক সেনা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিবিসি জানায়, সীমান্তে মাদক চোরাচালানের একটি চেষ্টা ব্যর্থ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বন্দুক হামলার ওই ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রিপার্ড হ্যাক্ট বলেন, অভিযানে জব্ধ হওয়ার মাদকের মূল্য প্রায় ৪ লাখ পাউন্ড। ওই মাদক পাচারের জন্য এক ব্যক্তি মই দিয়ে সীমান্ত বেড়া অতিক্রম করার চেষ্টা করেছিলেন।

মাদক পাচারের ওই ঘটনার সঙ্গে সীমান্তে বন্দুক হামলার যোগসূত্র আছে বলে ধারণা প্রকাশ করেন তিনি।

বন্দুকধারীর পরিচয় সম্পর্কে প্রশ্ন করা হলে কর্নেল হ্যাক্ট বলেন, ‘‘সে আইএসআইএল (ইসলামিক স্টেট জঙ্গি দল) হতে পারে, এমনকি সে সীমান্তরক্ষীও হতে পারে, হতে পারে মাদক চোরাকারবারী। আমরা এখনও বিষয়টি নিয়ে তদন্ত করছি। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

মিশরীয় সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতায় তদন্ত চলছে বলেও জানান তিনি।