অধিকাংশ রাস্তা চলাচলের উপযোগী আছে। ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো তেমন উল্লেখযোগ্য নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে শুক্রবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১ জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িও। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার (৩৭.৩ মাইল) গভীরে ছিল বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে গ্লান উপকূলীয় শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আঙ্গেল দুগাদুগা বলেছেন, প্রাথমিকভাবে অন্তত একজনের মৃত্যু এবং ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শহরটির পৌর কার্যালয় ভবন এবং জিমনেশিয়াম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।