এক অনুষ্ঠান শেষে ওই পিকআপে করে একদল গ্রামবাসী তাদের বাড়ি ফিরছিলেন।
Published : 29 Feb 2024, 09:21 AM
ভারতের মধ্যপ্রদেশে একটি পিকআপ ভ্যান উল্টে অন্তত ১৪ জনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, বুধবার রাত দেড়টার দিকে দিন্দোরি জেলার বাজ্জার গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এক অনুষ্ঠান শেষে ওই পিকআপে করে একদল গ্রামবাসী দেবরি গ্রামে তাদের বাড়ি ফিরছিলেন। পথে বাজ্জার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে তাদের গাড়ি উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ওই পিকআপের আহত যাত্রীদের উদ্ধার করে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। দিন্দোরির জেলা প্রশাসক এবং পুলিশ সুপারও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।