গত বুধবার বিকালে ৯১১ নম্বরে কল পেয়ে ওই বাড়িতে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
Published : 07 Oct 2023, 10:19 AM
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাড়ি থেকে ভারতীয় এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্লেইনসবোরো পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বুধবার বিকাল সাড়ে চারটার দিকে প্লেইনসবোরোর ওই বাড়ি থেকে তেজ প্রতাপ সিং (৪৩), তার স্ত্রী সোনাল পারিহার (৪২) এবং তাদের ১০ ও ছয় বছর বয়সী সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
এই দম্পতি ২০১৮ সালের অগাস্টে ৬ লাখ ৩৫ হাজার ডলারে প্লেইনসবোরোর বাড়িটি কিনে সেখানেই সন্তানদের নিয়ে বাস করছিলেন।
ঘটনাটিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মিডলসেস্ক কাউন্টি প্রসিকিউটর ইয়োল্যান্ডা সিকোন এবং প্লেইনসবোরো পুলিশের প্রধান ইমন ব্ল্যানচার্ড।
এক যৌত বিবৃতিতে তারা জানিয়েছেন, বুধবার বিকালের দিকে ৯১১ নম্বরে আসা একটি কল থেকে প্লেইনসবোরোর ওই বাড়িটি পরিদর্শনের অনুরোধ পান তারা। পরে বাড়িটিতে পৌঁছে তারা চারজনের মরদেহ পান।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মেয়র পিটার ক্যান্টু।
মর্মান্তিক এই ঘটনায় মুষড়ে পড়া স্বজনরা সিবিএস নিউজকে জানিয়েছেন, তেজ প্রতাপ এবং সোনাল সুখী দম্পতি। বিশেষ করে তেজ প্রতাপ কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে বেশ সক্রিয় ছিলেন।
তেজ প্রতাপের লিংকডইন প্রোফাইল থেকে পাওয়া তথ্য বরছে, তিনি ছিলেন নেস ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানের প্রকৌশলী। তার স্ত্রীও আইটিতে কাজ করতেন। তাদের দুই সন্তান ছিল ওইকফ এবং মাইলস্টোন রিভার স্কুলের শিক্ষার্থী।