স্টকহোমে একটি বিনোদোন পার্কে রোলার কোস্টার লাইনচ্যুত হওয়ার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।
Published : 25 Jun 2023, 08:08 PM
সুইডেনের স্টকহোমে একটি বিনোদোন পার্কে রোলার কোস্টার লাইনচ্যুত হয়ে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।
রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সুইডিশ টিভি।
পার্কের কর্মকর্তারা সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি কে বলেছেন, জেটলাইন রোলার কোস্টারের একটি বগি লাইনচ্যুত হয়ে মাটিতে পড়ে যায়।
এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক এবং ভয়াবহ বলে এসভিটি তে বর্ণনা করেছেন গ্রোনা লুণ্ড বিনোদোন পার্কের মুখপাত্র আন্নিকা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর শিশু এবং প্রাপ্তবয়স্ক মিলে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। উদ্ধারকর্মীদের কাজ সহজ করতে পার্কটিও খালি করা হয়।
এসভিটির প্রতিবেদক জেনি আরেকটি রাইডের লাইনে দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার বর্ণনায় তিনি জানান, রোলার কোস্টারের বগি আরোহী নিয়ে অনেক উঁচু থেকে নিচে পড়ে গিয়েছিল।
“হঠাৎ করেই ধাতব একটি আওয়াজ কানে আসে এবং রাইডটি কাঁপতে শুরু করে”, বলেন তিনি। দুর্ঘটনার পর রোলার কোস্টারের অন্য বগিগুলোতে আটকে পড়া আরোহীদের সরিয়ে নেন উদ্ধারকারীরা।