তোষাখানা মামলায় আদালতে অভিযুক্ত ইমরান খান

আর যে আল–কাদির ট্রাস্ট মামলায় ইমরান গ্রেপ্তার হয়েছেন, সে মামলায় তাকে ৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

রয়টার্স
Published : 10 May 2023, 01:39 PM
Updated : 10 May 2023, 01:39 PM

পাকিস্তানের একটি আদালত তোষাখানা ‍মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিযুক্ত করেছে বলে বুধবার সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

গত বছর অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য দোষী সাব্যস্ত করে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত তাকে সরকারি কোনে পদে থাকার অযোগ্য ঘোষণা করে।

যদিও ইমরান কোনও ধরনের বেআইনি কাজ করার অভিযোগ অস্বীকার করে আসছেন। কিন্তু নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের পর এবার একই অভিযোগে আদালতও তাকে অভিযুক্ত করল।

ইমরান বর্তমানে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর-এনএবি হেফাজতে রয়েছেন।

একদিন আগেই ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গন থেকে এনএবি-র কর্মকর্তারা অন্য একটি দুর্নীতি আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করে।

ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তান জুড়ে তীব্র বিক্ষোভ ও জ্বালাও-পোড়াও শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর কর্মী-সমর্থকরা।

বুধবার এনএবি কর্তৃপক্ষ সাবেক এই ক্রিকেটারকে ইসলামাবাদের পুলিশ লাইন্স আদালতে উপস্থাপন করে ১৪ দিনের রিমান্ড চায়।

শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময়টিতে ইমরান ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে থাকবেন।

ইমরানের বিচার শুরুর জন্য পুলিশ লাইনকে আগেই অস্থায়ী আদালতের মর্যাদা দেওয়া হয়েছিল।