“গত বছরই আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশল উপস্থাপন করেছি। আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে খুবই আন্তরিক,” বলেন ট্রুডো।
Published : 28 Oct 2023, 02:25 AM
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কূটনৈতিক বিরোধ থাকার পরও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আন্তরিক তার দেশ। এমন এক সময়ে ট্রুডো এমন মন্তব্য করলেন যখন দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বকালের তলানিতে।
গত ১৯ সেপ্টেম্বরে ট্রুডো বলেছিলেন, কানাডা এক শিখ নেতা খুনের ঘটনায় ভারতের জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্য আছে তাদের কাছে। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।
দিল্লি ট্রুডোর ওই দাবি ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দেয়। গত জুন মাসে কানাডায় একটি মন্দিরের বাইরে খুন হয়েছিলেন শিখ নেতা হারদীপ সিং নিজ্জার।
খুনের ওই ঘটনা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ চলার মধ্যেও বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে ‘গঠনমূলকভাবে ও গুরুত্ব সহকারে’ সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কানাডার ইংরেজি ভাষার পত্রিকা ‘ন্যাশনাল পোস্ট’ ট্রুডোকে উদ্ধৃত করে বলেছে, ভারত একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং ভূ-রাজনৈতিক দিক থেকে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
ট্রুডো বলেন, “গত বছরই আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশল উপস্থাপন করেছি। আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে খুবই আন্তরিক।”
ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা প্রকাশ্যে আসে গত ৯ সেপ্টেম্বর দিল্লিতে জি২০ সম্মেলনের সময়। সে সময় কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো নেতাদের একটি আনুষ্ঠানিক নৈশভোজ এড়িয়ে যান।
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা সেই বৈঠকে ট্রুডোর আচরণকে শীতল বলে বর্ণনা করেছিলেন। সংবাদসূত্র: বিবিসি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)