গ্রেপ্তারির আগেই ধারণ করা একটি ভিডিও বার্তায় তিনি এই ডাক দেন। ইমরানের টুইটার একাউন্টে এ ভিডিও পোস্ট করা হয়।
Published : 06 Aug 2023, 08:55 PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তার তিন বছরের জেলের সাজা এবং গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।
গ্রেপ্তারির আগেই ধারণ করা একটি ভিডিও বার্তায় তিনি এই ডাক দেন। এতে তিনি জানান, তাকে গ্রেফতার করা হবে তা তিনি আগে থেকেই জানতেন।
তোষাখানা দুর্নীতি মামলায় জেল হয়েছে ইমরান খানের। শনিবার রায় ঘোষণার পরই পুলিশ তাকে জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করে৷ এরপরই ইমরানের টুইটার একাউন্টে তার ভিডিও বার্তা পোস্ট করা হয়।
গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় আগে থেকেই এ বার্তা রেকর্ড করে রেখেছিলেন ইমরান। এতে তার দল পিটিআই- এর সমর্থকদেরকে তিনি বলেছেন, তারা যেন চুপচাপ বসে না থেকে রায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন।
বিবিসি জানায়, ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
ইমরানের আইনজীবী ইনতাজার হুসেইন পানজুথা বলেছেন, তার বিচার হয়েছে ক্যাঙ্গারু ধরনের একটি আদালতে। যেখানে অভিযুক্তকে নিজের পক্ষে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি।
এই বিচার এবং সাজার পরিণতিতে ইমরান খান পাঁচ বছর রাজনীতিতে নিষিদ্ধ থাকবেন। তবে তার সাজা উচ্চ আদালতে স্থগিত করা হলে তিনি আবার রাজনীতিতে ফিরতে পারবেন।
রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের আত্তক জেলে পাঠানো হয়েছে ইমরানকে। সেখানে এর আগে ইমরানের দলের অনেক সদস্যকেই আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ইমরান কয়েকমাস ধরেই গ্রেপ্তার এড়িয়ে এসেছেন। তার সমর্থকরা সময়ে সময়ে পুলিশের সঙ্গে লড়াই করে তার গ্রেপ্তার হওয়া ঠেকিয়েছে। গত মে মাসে আদালতে হাজিরা না দেওয়ায় তিনি গ্রেপ্তার হন। পরে তার এই গ্রেপ্তারিকে অবৈধ ঘোষণার পর তিনি ছাড়া পেয়েছিলেন।
গত ৯ মে ইমরান গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। গ্রেপ্তার হওয়া ইমরানের হাজারো সমর্থকের বিরুদ্ধে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
তারপর থেকেই ইমরানের দলের ওপর নাটকীয় দমন-পীড়ন চলছে। দলের অনেক ঊর্ধ্বতন নেতা গ্রেপ্তার হয়েছে।তার অনেক সোচ্চার সমর্থক যারা আগে ইমরানকে নিয়ে স্যোশাল মিডিয়ায় নিয়মিত পোস্ট দিতেন- তারা এখন মত প্রকাশ করতে ভয়ে ভয়ে আছেন কিংবা আগের সব পোস্ট চুপচাপ মুছে দিয়েছেন।
ইমরান খানকে সমর্থন করা কয়েকজন সামরিক আদালতে বিচারের মুখোমুখিও হবেন। যদিও মানবাধিকার দলগুলো থেকে অনেকেই এর প্রতিবাদ জানাচ্ছেন।
এবার ইমরান খান গ্রেপ্তার হওয়ার কয়েকঘন্টা পরও গত মে মাসের মতো গণবিক্ষোভ দেখা যায়নি পাকিস্তানে।
লাহোরে বিবিসি উর্দু সার্ভিসের খবর অনুযায়ী, ইমরানের কিছু সমর্থক তার বাড়ির বাইরে স্লোগান দিয়ে এবং পতাকা হাতে জড়ো হয়েছিল। পুলিশ তাদেরকে তুলে নিয়ে গেছে। ইসলামাবাদ জুড়েও নিরাপত্তা বাড়ানোর কোনও লক্ষণ দেখা যায়নি।