“পুলিশ বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত করছে। যখন প্রকৃত কারণ পরিষ্কার হবে, তখন আমরা আরো তথ্য জানাতে পারবো।”
Published : 13 Mar 2024, 06:54 PM
রাশিয়ার প্রয়াত নেতা আলেক্সি নাভালনির দীর্ঘদিনের মিত্র ও শীর্ষ সহযোগী লিওনিদ ভলকভ লিথুনিয়ায় তার নিজ বাড়ির সমানে হামলার শিকার হয়েছেন। হামলাকারী হাতুড়ি দিয়ে তাকে বেদম পিটিয়েছে।
হামলায় তার হাত ভেঙে গেছে এবং একটি হাতুড়ি দিয়ে হামলাকারী তার পায়ে ১৫বার আঘাত করেছে বলে জানান ভলকভ। হামলাকারীকে তিনি চেনেন না। তবে তার উপর এই হামলা রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত বলে দাবি করেন তিনি।
ভলকভ বলেন, এটা ‘নিশ্চিতভাবেই, পুতিনের, দস্যু সেন্ট পিটার্সবার্গের চিরচেনা, সন্ত্রাসী অভিবাদন।”
কে তার উপর হামলা চালিয়েছে বা হামলাকারী দেখতে কেমন ছিল সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি।
বিবিসি জানায়, যখন হামলার হয় তখন ভলকভ গাড়ি করে ভিলনিয়াসে তার বাড়িতে ফিরছিলেন। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
পুলিশের ডেপুটি কমিশনার সাউলিয়াস তামুলেভিসিয়াস স্থানীয় একটি রেডিওকে বলেন, “পুলিশ বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত করছে। যখন প্রকৃত কারণ স্পষ্ট হবে, তখন আমরা আরো তথ্য জানাতে পারবো।”
হামলাকারী হামলার সময় কোনো দাবি জানিয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে ভলকভ বলেন, “সবকিছু নিরবে ঘটে গেছে…নিশ্চিতভাবেই এটা পরিষ্কার রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত হামলা, এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই।”
ভলকভের স্ত্রী, যিনি নিজেও নাভালনির দলের সদস্য তিনি বলেন, তার স্বামী ভাঙা হাত নিয়ে হাসপাতাল থেকে ফিরেছেন। এমনকি তার পায়ে এত বেশি হাতুড়ির বাড়ি মারা হয়েছে যে তিনি হাঁটতে পর্যন্ত পারছিলেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া পোস্টে তিনি আরো লেখেন, “আমরা সবাই এমনকি আরো বেশি করে কাজ করবো। এবং আরো গভীর ক্ষোভ নিয়ে।”
৪৩ বছর বয়সী ভলকভ প্রাণনাশের ঝুঁকির কথা মাথা রেখে গত কয়েক বছর ধরে রাশিয়ার বাইরে বসবাস করছেন। তিনি নাভালনির মৃত্যুর আগ পর্যন্ত তার চিফ-অব-স্টাফের দায়িত্ব পালন করেছেন।
গত ১৬ ফেব্রুয়ারি আকস্মিকভাবেই কারাগারে মারা যান রাশিয়ার বিরোধী দলের নেতা এবং পুতিনের কট্টর সমালোচক নাভালনি। কারাকর্তৃপক্ষ তার স্বাভাবিক মৃত্যুর দাবি করলেও তার পরিবার এবং সমর্থকরা নাভালনিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে হত্যা করা হয়েছে বলে বিশ্বাস করে।