সেই ড্রোন-জঙ্গিবিমান সংঘর্ষের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

গত মঙ্গলবার রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের এই সংঘর্ষ হয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 12:32 PM
Updated : 16 March 2023, 12:32 PM

মার্কিন ড্রোনের সঙ্গে গত মঙ্গলবার রুশ জঙ্গিবিমানের সংঘর্ষের সেই মুহূর্তের ফুটেজ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

ভিডিওটি ড্রোন থেকে ধারণ করা। এতে রুশ জঙ্গি বিমানটিকে ড্রোনের সম্মুখভাগের দিকে এগিয়ে এসে জ্বালানি ছাড়তে দেখা গেছে। তারপরই এটি ড্রোনের সঙ্গে টক্কর খায়। এতে কয়েক সেকেন্ড পরই ড্রোনের পাখা ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়।

গত মঙ্গলবার রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের এই সংঘর্ষ হয়।

মার্কিন সেনাবাহিনী বলছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত মিশনে ছিল। দুটি রুশ জঙ্গি বিমান সেটিকে আটকানোর চেষ্টা করে। রুশ জঙ্গি বিমানের ধাক্কায় ড্রোনটি অকেজো হয়ে পড়ার পর দূর থেকে এই ড্রোন পরিচালনা করা পাইলটরা এটিকে কৃষ্ণসাগরে ফেলে দিতে বাধ্য হয়।

তবে মস্কো ড্রোনটি ধ্বংসের এমন দাবি অস্বীকার করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলছে, কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন দেখে তারা জঙ্গিবিমান পাঠিয়েছিল। তবে ড্রোনের সঙ্গে এটির সংঘর্ষ হয়নি। ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।

ড্রোন বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলছে, রুশ যুদ্ধবিমানের কর্মকাণ্ড ছিল বেপরোয়া, অপেশাদার। ওদিকে, রাশিয়া অভিযোগ করে বলেছে, মার্কিন ড্রোনটি ইউক্রেইনের জন্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ওই এলাকায় নজরদারি করছিল। 

Also Read: মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাবে রাশিয়া

Also Read: কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের ঘটনা নিয়ে যা জানা গেছে