ইরানে সরকারপন্থিদের মিছিলে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের ডাক

ইরানের কয়েকটি নগরীতে সরকার সমর্থকদের মিছিলে যোগ দেওয়া কিছু মানুষ সরকার-বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তুলেছে।

রয়টার্স
Published : 23 Sept 2022, 05:18 PM
Updated : 23 Sept 2022, 05:18 PM

ইরানে পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর ঘটনায় চলমান সরকার-বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে সরকার সমর্থকরা।

শুক্রবার ইরানের কয়েকটি নগরীতে সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এসব কর্মসূচিতে যোগ দেওয়া কিছু মানুষ প্রতিবাদকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তুলেছেন।

এর আগে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনী বলেছিল, জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তারা ‘শত্রুদের মোকাবেলায়’ নামবে।

সেনাবাহিনীর এমন হুমকির পর সরকার সমর্থকদের দেশজুড়ে কর্মসূচি পালনে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে, বিক্ষোভ দমনে সরকার অতীতের মতো কঠোর হতে পারে।

এসব কর্মসূচি থেকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ‘দাঙ্গাকারী’ এবং ‘ইসরায়েলি সেনা’ আখ্যা দিয়েছে সরকার সমর্থকরা। তারা স্লোগান দেয়, ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’।

“কুরআন অবমাননাকারীদের অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে” বলেও তারা আওয়াজ তুলেছে।

গত সপ্তাহে ইরানের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে ২২ বছর বয়সী মাশা আমিনি নীতি পুলিশের হাতে আটক হওয়ার পর তার মৃত্যুর ঘটনাকে ঘিরে ইরানজুড়ে বিক্ষোভ চলছে।

ইরানের সেনাবাহিনী বলেছে, “এ ধরনের মরিয়া কর্মকাণ্ড হচ্ছে ইসলামি শাসনব্যবস্থাকে দুর্বল করতে শত্রুদের শয়তানি কৌশলের অংশ। অন্যায়ভাবে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে শত্রুদের বিভিন্ন চক্রান্ত মোকাবেলা করব আমরা।”

এরপরই সরকার সমর্থকরা শুক্রবার বিক্ষোভে নামার পরিকল্পনা জানায়। সরকার সমর্থকদের এই বিক্ষোভকে ‘দাঙ্গাকারীদের বিরুদ্ধে জনশক্তির আওয়াজ’ বলে অভিহিত করা হয়।