সবচেয়ে বেশি বার এভারেস্ট জয়ে এক শেরপার রেকর্ড ছুঁলেন আরেক শেরপা

পাসাংয়ের আগে কেবল কামি রিতা শেরপার ২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড আছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 12:51 PM
Updated : 14 May 2023, 12:51 PM

নেপালি গাইড পাসাং দাওয়া শেরপা ২৬তম বারের মত বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট এভারেস্ট জয় করেছেন।

৪৬ বছর বয়সী পাসাং দ্বিতীয় ব্যক্তি যিনি এতবার এভারেস্টের আট হাজার ৮৪৯ মিটার উঁচু উচ্চতায় উঠেছেন বলে রোববার জানিয়েছেন নেপালের পর্যটন কর্মকর্তা বিজয়ান কৌরালা।

পাসাংয়ের আগে কেবল কামি রিতা শেরপার ২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড আছে।

কামি রিতা এখনো গাইড হিসেবে কাজ করছেন। তাই তিনি আরেকবার এভারেস্ট জয় করলেই নতুন রেকর্ডের মালিক হবেন।

পাসাং সর্বশেষ হাঙ্গেরির একজন পর্বতারোহীকে নিয়ে এভারেস্টের চূড়ায় গিয়েছেন বলে জানায় ‘ইমাজিন নেপাল ট্রেকস’। পাসাং এই হাইকিং কোম্পানির হয়ে গাইডের কাজ করেন।

পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করেই জীবিকা নির্বাহ করেন শেরপারা। নেপালে মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়কে এভারেস্ট জয়ের মৌসুম হিসেবে ধরা হয়। এ সময়ে সারা বিশ্ব থেকে প্রচুর পর্বতারোহী এভারেস্ট জয়ের আশায় নেপালে যান।

এ বছর নেপাল সরকার রেকর্ড ৪৬৭ জন বিদেশিকে এভারেস্টের চূড়ায় ওঠার অনুমতিপত্র দিয়েছে। প্রত্যেক পর্বতারোহীকে অন্তত একজন শেরপাকে সঙ্গে নিয়ে এভারেস্ট বিজয় অভিযানে যেতে হয়।

১৯৫৩ সালে প্রথমবার এডমন্ড হিলারি ও তার শেরপা তেনজিং নোরগে এভারেস্ট জয় করেন। তারপর থেকে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি বার এভারেস্টের চূড়ায় উঠেছে মানুষ। যে পথে যাত্রা করতে গিয়ে মারা গেছেন প্রায় ৩২০ জন।