মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, শরণার্থী শিবিরে ‘মিয়ানমারের সামরিক হামলার’ খবরে যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
Published : 11 Oct 2023, 02:00 PM
মিয়ানমারের একটি শরণার্থী শিবিরে গোলা হামলার নিন্দা জানিয়ে একে 'সামরিক আক্রমণ' হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের সামরিক বাহিনী সোমবার মধ্যরাতের দিকে চীন সীমান্তের কাছে কাচিন রাজ্যের ওই শরণার্থী শিবিরে কামানের গোলা ছুড়লে নারী ও শিশুসহ অন্তত ২৯ জন নিহত হন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, কাচিন রাজ্যের মুং লাই হাকিয়েট গ্রামের কাছে ওই শরণার্থী শিবিরে ‘মিয়ানমারের সামরিক হামলার’ খবরে যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
“আমরা সামরিক জান্তার ধারাবাহিক এই হামলার তীব্র নিন্দা জানাই; ২০২১ সালের ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকেই এ ধরনের হামলায় হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে, যা ওই অঞ্চলের মানবিক সঙ্কট আরও বাড়িয়ে তুলছে।"
যে শরণার্থী শিবিরে ওই হামলা চালানো হয়েছে, সেটি সীমান্ত শহর লাইজায় কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির (কেআইএ) একটি ঘাঁটি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে।কেআইএ বহু বছর ধরে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারজুড়ে ব্যাপক অস্থিরতা চলছে। দেশটির সংখ্যালঘু জাতিগুলোর বিদ্রোহী সশস্ত্র বাহিনীগুলো ও দেশটির বিরোধীদলের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ আন্দোলন সামরিক বাহিনীকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টায় লড়াই করে চলছে।
এসব লড়াইয়ে বহু লোক হতাহত হওয়ার পাশাপাশি ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।