রাজকীয় শেষকৃত্যের আয়োজনে রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাচ্ছে ব্রিটেন, সেই যাত্রায় শামিল হয়েছেন বিশ্বনেতারাও।
ওয়েস্টমিনস্টার হল থেকে রানির কফিন রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যাওয়া হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। সেখানে ধর্মীয় আচার শেষে উইন্ডসর ক্যাসেলে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে হবে শোকসভা। পরে সেন্ট জর্জেস চ্যাপেলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে সমাধিস্ত হবেন সবচেয়ে বেশি সময় ব্রিটিশ সিংহাসনের অধিষ্ঠাত্রী এলিজাবেথ।