তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের স্বাধীনতা একে একে কেড়ে নিচ্ছে।
Published : 05 Apr 2023, 07:06 PM
আফগান নারীদের জাতিসংঘের হয়ে কাজ কাজ করা নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছে ক্ষমতাসীন তালেবান।
জাতিসংঘ জানিয়েছে, তালেবান এই আদেশের বিষয়ে তাদেরকে মৌখিকভাবে জানিয়েছে। তবে লিখিতভাবে তারা এখনও কিছু জানায়নি।
তালেবানের সঙ্গে বৈঠক করে বিষয়টি সম্পর্কে পরিষ্কার না হওয়া পর্যন্ত জাতিসংঘ তাদের আফগান নারী ও পুরুষ- সব কর্মীকেই ৪৮ ঘণ্টার জন্য কাজে আসতে বারণ করেছে।
তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের স্বাধীনতা একে একে কেড়ে নিচ্ছে।
জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে সাহায্যমুখাপেক্ষী নাগরিকদের সহায়তায় ত্রাণ সংস্থাগুলোর কাজ করার প্রচেষ্টা ক্ষুন্ন করার ‘বিরক্তিকর প্রবণতার’ সর্বশেষ ঘটনা এটি।
জাতিসংঘ তালেবনের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না এবং এটি অভাবনীয় সিদ্ধান্ত বলে বর্ণনা করেছে বলে জানিয়েছে বিবিসি।
আফগানিস্তানে মাঠ পর্যায়ের ত্রাণকাজে নারী কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সাহায্যের প্রয়োজনীয়তা থাকা নারীদের চিহ্নিত করতে।
গুরুতর অর্থনৈতিক ও মানবিক সংকটে থাকা আফগানিস্তানে ২ কোটি ৩০ লাখ মানুষের জন্য মানবিক ত্রাণ সহায়তা দিতে জাতিসংঘ কাজ করে যাচ্ছে।
তালেবান বিদেশি নারী কর্মীদেরকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে। তবে তালেবানের দেওয়া আদেশ বাস্তবায়িত হলে আফগানিস্তানে জাতিসংঘ অভিযানের ভবিষ্যৎ সবচেয়ে গুরুতর পরীক্ষার মুখে পড়বে।
জাতিসংঘ বলেছে, পূর্ব নানগরহার প্রদেশে স্থানীয় তালেবান কর্তৃপক্ষ আফগান নারীদেরকে মঙ্গলবার জাতিসংঘ দপ্তরগুলোতে কাজে যেতে বাধা দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক টুইটে বলেছেন, “আমি নানগরহারে আমাদের আফগান নারী সহকর্মীদের কাজে যেতে বাধা দেওয়ার ঘোর নিন্দা জানাচ্ছি। এমন পদক্ষেপ নেওয়া থেকে (তালেবান) পিছু না হটলে সাহায্যের অপেক্ষায় থাকা মানুষজনের জন্য জীবনরক্ষাকারী ত্রাণ সরবরাহ করার আমাদের কাজ ব্যাহত হওয়া অবশ্যম্ভাবী।”