জার্মানিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু

বাসটি ৫৩ জন যাত্রী নিয়ে জার্মানির রাজধানী বার্লিন থেকে সুইজারল্যান্ডের জুরিখে যাচ্ছিল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 05:49 AM
Updated : 28 March 2024, 05:49 AM

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগের কাছে দ্বিতল একটি বাস দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে।

সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স এ পুলিশ জানিয়েছে, জার্মানির রাজধানী বার্লিন থেকে সুইজারল্যান্ডের জুরিখে যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি দিক হারিয়ে রাস্তা থেকে ছিটকে একপাশে কাত হয়ে পড়ে যায়।  

বুধবার স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটের দিকে লাইপজিগের কাছে এ-নাইন মহাসড়কে ঘটনাটি ঘটে। 

উত্তরদক্ষিণমুখি এ-নাইন বার্লিন ও মিউনিখকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। দুর্ঘটনার পর সড়কটির মিউনিখমুখি পাশটি বন্ধ রাখা হয়, পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাসটির পরিচালনাকারী কোম্পানি ফ্লেক্সিবাস জানিয়েছে, বাসটিতে ৫৩ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের লাইপজিগের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।