বৈঠকে পুতিন উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন।
Published : 29 Jan 2024, 04:02 PM
রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোস্তচনি মহাকাশ কেন্দ্রের বৈঠকে ইউক্রেইনে রাশিয়ার হামলায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
তিনি বলেছেন, “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাশিয়া তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পবিত্র লড়াইয়ে নেমেছে। আমরা সবসময় প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ার নেতৃত্বের সিদ্ধান্তকে সমর্থন জানাব… এবং আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে থাকব।”
বৈঠকে পুতিন উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে অস্ত্রের ব্যাপারে কিছু বলেননি। ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়ার অস্ত্র সহায়তা করা নিয়ে আলোচনাই কিম-পুতিন বৈঠকের লক্ষ্য ছিল, যুক্তরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে দুই দেশই। সামরিক সহযোগিতা নিয়ে কিমের সঙ্গে আলোচনা হবে কি না, সে প্রশ্নে পুতিন বলেছেন, তারা সব বিষয় নিয়েই আলোচনা করবেন।
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিম আবার তার সাঁজোয়া ট্রেনে করে উত্তর কোরিয়ায় যাত্রা শুরু করেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)