আশির দশকে কোমল পানীয় পেপসির একটি বিজ্ঞাপন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়েছিল। ওই বিজ্ঞাপনে সাদা-কালো রঙের একটি জ্যাকেটে দেখা যায় প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনকে।
শুক্রবার লন্ডনে একটি নিলাম হাউজে জ্যাকসনের ওই জ্যাকেটটি আড়াই লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। বিবিসি জানায়, জ্যাকেটটি দুই থেকে চার লাখ পাউন্ডের মধ্যে বিক্রি হবে বলে আগেই আশা প্রকাশ করেছিলেন নিলাম কর্মকর্তারা।
এদিন নিলামে আরো দুইশতাধিক সঙ্গীত স্মারক বিক্রি হয়। যার মধ্যে ছিল জর্জ মাইকেলের একটি জ্যাকেট এবং অ্যামি ওয়াইনহাউসের একটি হেয়ারপিস।
নিলামে বিক্রি হওয়া জ্যাকেটটি জ্যাকসন ১৯৮৪ সালে পেপসির বিজ্ঞাপনের প্রথম সিরিজে পরেছিলেন। ওই বিজ্ঞাপনগুলো অবশ্য অন্য একটি কারণেও স্মরণ করা হয়। বিজ্ঞাপনের শ্যুটিং করার সময় জ্যাকসনের চুলে আগুন ধরে গিয়েছিল এবং তিনি গুরুতর দগ্ধ হয়েছিলেন। তবে দুর্ঘটনার সময় তিনি অন্য একটি জ্যাকেট পরে ছিলেন।