প্যারিসের এক ট্রেন স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ চালিয়ে ছয় জনকে জখম করেছেন, এদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে ফ্রান্সের রাজধানীর গ্যার দ্যু নর ট্রেন স্টেশনে হামলার এ ঘটনা ঘটে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীকে বেশ কয়েকবার গুলি করেছে পুলিশ এবং সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে।
কী কারণে ওই লোক হামলাটি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। এক বিবৃতিতে প্যারিসের প্রসিকিউটর জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যে কর্মকর্তা হামলাকারীকে গুলি করেছেন তিনি দায়িত্বরত ছিলেন না।
গ্যার দ্যু নর ইউরোপের অন্যতম ব্যস্ত ট্রেন স্টেশন। এই স্টেশনটি প্যারিস, লন্ডন ও উত্তর ইউরোপের মধ্যে যোগাযোগের প্রধান একটি কেন্দ্র।
স্থানীয় সময় সকাল প্রায় পৌনে ৭টার দিকে হামলার ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে।
রেডিও ফ্রান্সইনফো ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানির এক অপারেটরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এ হামলার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।