তিয়েনানমেন হত্যাযজ্ঞের বর্ষপূর্তিতে হংকংয়ে পুলিশের ধরপাকড়

হংকং এর গণতন্ত্রপন্থি কর্মীরা বলছেন, পুলিশের এমন ধরপাকড় হংকংয়ে ভিন্নমত দমনে চীনের বৃহত্তর অভিযানেরই অংশ।

নিউজ ডেস্ক
Published : 4 June 2023, 03:25 PM
Updated : 4 June 2023, 03:25 PM

চীনের তিয়েনআনমেন স্কয়ারে হত্যাযজ্ঞের ৩৪ তম বর্ষপূর্তিতে পুলিশ গণতন্ত্রপন্থি কর্মীদের ধরপাকড় করেছে।

১৯৮৯ সালে গণতন্ত্রের দাবিতে চীনের বেইজিংয়ের তিয়েনানমেন স্কয়ার কয়েক সপ্তাহ ধরে দখলে রেখেছিল কয়েকশ’ বিক্ষোভকারী।

সেই গণঅভ্যুত্থান ঠেকাতে ৪ জুন চীনের নিরাপত্তা বাহিনী সেখানে হামলা চালায়। অভিযানে বহু বিক্ষোভকারী প্রাণ হারায়।

ওই ঘটনার স্মরণে দিবসটি প্রকাশ্যে পালন করায় নিষেধাজ্ঞা দিয়েছে হংকং কর্তৃপক্ষ। দিবসটিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর আওতায় পুলিশ বহুজনকে আটক করেছে।

হংকংয়ে প্রতিবছর মোমবাতি মিছিল যেখানে হয় সেই ভিক্টোরিয়া পার্কে মোতায়েন শত শত পুলিশ লোকজনকে থামিয়ে তল্লাশি করেছে। মোতায়েন হয়েছে সাঁজোয়া যান এবং পুলিশ ভ্যান।

আটক হওয়াদের মধ্যে আছেন ৬৭ বছর বয়সী গণতন্ত্রপন্থি কর্মী আলেকজান্দ্রা ওং। ভিক্টোরিয়া পার্কের কাছে ফুল হাতে যাওয়ার সময় তিনি আটক হন। হংকংয়ের প্রধান বিরোধীদলগুলোর একটির নেতাও আটক হয়েছেন এবংতাকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে।

হংকংয়ের প্রধান প্রধান স্থানগুলোতে হাজার হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয় লোকজনকে থামানো এবং জিজ্ঞাসাবাদ করার জন্য।

বিক্ষোভের আগে দিয়ে সরকার বলেছিল, লোকজন আইন ভঙ্গ করেছে বলে মনে হলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওংসহ ১২ জনকে পুলিশ ধরে নিয়ে গেছে।

হংকং এর গণতন্ত্রপন্থি কর্মীরা বলছেন, পুলিশের এমন ধরপাকড় হংকংয়ে ভিন্নমত দমনে চীনের বৃহত্তর অভিযানেরই অংশ।