হঠাৎ রাশিয়া সফরের সময় বাড়ালেন কিম

নিজের বুলেটপ্রুফ ট্রেনে চড়ে কিম এরই মধ্যে রাশিয়ায় কাটিয়ে দিয়েছেন দুই দিন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2024, 05:58 AM
Updated : 28 Jan 2024, 05:58 AM

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন আকস্মিকভাবে রাশিয়ায় তার সফরের সময় বাড়িয়েছেন। সেখানে আরও কয়েকদিন থাকবেন তিনি।

বুধবার রাশিয়ার মহাকাশ কেন্দ্র ভস্তোচনি কসমোড্রোমে কিমের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক সহযোগিতার ‘সম্ভাব্যতা’ নিয়ে তারা আলোচনা করেন।

বৈঠকের পর রাশিয়ার কয়েকটি নগরী পরিদর্শন করে উত্তর কোরিয়ায় ফেরার কথা ছিল কিমের। নিজের বুলেটপ্রুফ ট্রেনে চড়ে কিম এরই মধ্যে রাশিয়ায় কাটিয়ে দিয়েছেন দুই দিন। তার সঙ্গে বৈঠক শেষের পর পুতিন ফিরে গেছেন রাজধানী মস্কোয়।

কিন্তু কিমের রাশিয়া সফর আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু তিনি বলেননি।

বাড়তি এই কয়েকদিনে উত্তর কোরিয়ার নেতা কিম রাশিয়ার যুদ্ধজাহাজের প্রদর্শনী দেখবেন। কয়েকটি কারখানাও ঘুরে দেখবেন তিনি।

উত্তর কোরিয়ায় ফিরে যাওয়ার আগে কিম পূর্বাঞ্চলীয় রুশ নগরী ভ্লাদিভোস্তকে যাত্রাবিরতি করবেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদসূত্র: বিবিসি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)