আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এসব দেশের নাগরিকরা বিনা ভিসায় চীনে প্রবেশ করতে পারবেন।
Published : 25 Nov 2023, 08:00 PM
কোভিড পরবর্তী পর্যটন খাতে গতি আনতে এবার ফান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের ব্যবস্থা করতে চলেছে চীন।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত উল্লেখিত দেশগুলোর নাগরিকরা ব্যবসা, ভ্রমণ বা আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করতে বিনা ভিসায় চীনে প্রবেশ করতে পারবেন। তবে তারা ১৫ দিনের বেশি চীনে অবস্থান করতে পারবেন না।
বিশ্বের যে কয়টি দেশ কোভিড-১৯ মহামারীর সময় কঠোরভাবে সীমান্ত বন্ধ করে রেখেছিল তাদের একটি চীন। প্রায় তিন বছর ধরে দেশটি সীমান্ত বন্ধ রাখে। যার জোর ধাক্কা লেগেছে সেখানকার পর্যটন খাতে।
এ খাতকে পুনর্রুদ্ধার করতে গত কয়েক মাসে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটি নানা ব্যবস্থা গ্রহণ করেছে। যার মধ্যে নানা আন্তর্জাতিক রুটে বিমান চলাচল পুনরায় শুরু করাও রয়েছে।
চীন সরকার আন্তর্জাতিক বিশ্বে নিজেদের ইমেজ ঠিক করারও চেষ্টা করছে। দেশটি গত কয়েক বছরে কোভিড মহামারীর উৎপত্তি, মানবাধিকার, তাইওয়ান এবং বাণিজ্যসহ আরো কিছু বিষয়ে অনেক পশ্চিমা দেশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে।
চীনের ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা প্রস্তাবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানি।
চীনে জার্মানির রাষ্ট্রদূত প্যাট্রিকা ফ্লোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ বলেন, “এই সিদ্ধান্তটি অনেক জার্মান নাগরিকের জন্য চীন ভ্রমণকে অভূতপূর্ব রকম সহজতর করবে।
“আমরা আশা করছি, চীন সরকার ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশের জন্য এই ব্যবস্থা চালু করবে।”
এই বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কোলোনা যিনি বর্তমানে বেইজিং সফরে রয়েছেন তিনি এক্স এ এক পোস্টে লেখেন, “আমার এই সফরের সময় প্রতিপক্ষ বন্ধু ওয়াং ই-র পক্ষ থেকে এটা দারুণ এক নতুন ঘোষণা!”
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই মাসে নরওয়ের নাগরিকদের অন্তর্ভুক্ত করে চীন তাদের ভিসা-মুক্ত দেশের তালিকা ৫৪তে উন্নিত করেছে।