ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস পুরুষদেরকে তাদের প্রোস্টেট পরীক্ষা করার বার্তা দিতে নিজের স্বাস্থ্য সমস্যা জনসম্মুখে প্রকাশ করেছেন।
Published : 26 Jan 2024, 08:35 PM
যুক্তরাজ্যের রাজা চার্লস বর্ধিত প্রোস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বিবিসি জানায়, লন্ডন ক্লিনিক প্রাইভেট হাসপাতালে তাকে এই চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হাসপাতালেই গত সপ্তাহে অস্ত্রোপচার করিয়েছিলেন চার্লসের পুত্রবধূ প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন।
ধারণা করা হচ্ছে, শুক্রবার নিজের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির আগে পুত্রবধূকে দেখতে গিয়েছিলেন রাজা চার্লস। তিনি অন্তত একরাত হাসপাতালে থাকবেন বলে মনে করা হচ্ছে।
রাজা চার্লস হাসপাতালে যাওয়ার সময় রানি ক্যামিলাকেও তার সঙ্গে দেখা গেছে।
ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না। কিন্তু রাজা তৃতীয় চার্লস পুরুষদেরকে তাদের প্রোস্টেট পরীক্ষা করার বার্তা দিতে নিজের স্বাস্থ্য সমস্যা জনসমক্ষে প্রকাশ করেছেন।
তার অসুস্থতার কথা প্রকাশ্যে আসার পর দেশের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর ওয়েবসাইটে বর্ধিত প্রোস্টেট নিয়ে সার্চ বেড়ে যেতে দেখা গেছে।
বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, “রাজা একথা জানতে পেরে খুশি হয়েছেন যে, তার রোগ ধরা পড়ার পর, সেটি মানুষের স্বাস্থ্য সচেতনতায় ইতিবাচক প্রভাব ফেলছে।”
তাকে যারা শুভকামনা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদও দিয়েছেন চার্লস।