তালেবান কর্মকর্তাদের লক্ষ্য করে আফগানিস্তানে মসজিদে বোমা হামলা

জঙ্গি দল ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 04:46 PM
Updated : 8 June 2023, 04:46 PM

উত্তরপূর্ব আফগানিস্তানে একটি মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে হামলার ওই ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।

হতাহতদের মধ্যে বেশ কয়েকজন তালেবান কর্মকর্তা রয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, এ সপ্তাহের শুরুতে গাড়ি বোমা হামলায় নিহত বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নরের রুহের মাগফিরাত কামনা করে মসজিদে প্রার্থনা চলাকালে বোমা হামলার ঘটনা ঘটে।

জঙ্গি দল ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে বলে জানায় বিবিসি।

গত মঙ্গলবার অফিসে যাওয়ার সময় গাড়ি বোমা হামলার শিকার হন বাদাখশানের ভারপ্রাপ্ত তালেবান প্রাদেশিক গভর্নর নিসার আহমদ আহমদি।

ওই হামলায় আরো একজন নিহত এবং ছয় জন আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ব্যক্তির বরাত দিয়ে বিবিসি জানায়, বৃহস্পতিবার নবাবী মসজিদে হওয়া বোমা হামলায় অন্তত দুই তালেবান কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন উত্তরের বাগলান প্রদেশের সাবেক পুলিশ কমান্ডার সফিউল্লাহ সামিম বলে আরেক পুলিশ প্রধানের দেওয়া শোক বার্তায় জানা যায়।

আইইএ এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ‘শত্রুদের বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে’। বিস্ফোরণের পর গুলির আওয়াজ পাওয়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিবিসির কাছে পাঠানো ভিডিও ফুটেজে অ্যাম্বুলেন্সে করে বেশ কয়েকজন হতাহতকে হাসপাতালে নিয়ে আসতে দেখা গেছে।