বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।
Published : 09 Dec 2023, 06:04 PM
কানাডার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে ভারত সরকার।
বুধবার সকাল থেকে দেশটির বিভিন্ন রাজ্যের ৫১ স্থানে একযোগে অভিযান চালিয়েছে ভারতের তদন্ত সংস্থা এনআইএ; বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং অর্শদীপ দল্লার দলের বিভিন্ন আস্তানায় এসব অভিযান চালানো হয়।
ভারতীয় পুলিশ বলছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি দল লস্কর-ই-তৈয়বা এবং কানাডায় অবস্থানরত খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এসব গ্যাংয়ের যোগাযোগ রয়েছে। ‘দেশবিরোধী তৎপরতায়’ অস্ত্র ও অর্থ যোগানোর পাশাপাশি পাঞ্জাবে হিন্দু নেতাদের ওপর হামলার ঘটনাতেও এদের জড়িত থাকার তথ্য রয়েছে।
মাদক ব্যবসা, খুন, সন্ত্রাস, অপহরণের মত নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব গ্যাংয়ের নেতাদের বিরুদ্ধে মামলাও রয়েছে ভারতে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি অভিযোগ করেন, তার দেশের নাগরিক, শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যার পেছনে ভারত সরকারের হাত আছে।
তার ওই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু এর জের ধরে দুই দেশের মধ্যে দেড় সপ্তাহ ধরে চলছে কূটনৈতিক উত্তেজনা।
উভয় দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে। কানডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত।
পাঞ্জাবে স্বাধীন শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার আন্দোলনের নেতা ছিলেন ৪৫ বছর বয়সী নিজ্জার। ভারত ২০২০ সালে তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়। গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
ট্রুডোর অভিযোগের জবাবে উল্টো কানাডার বিরুদ্ধেই ‘সন্ত্রাসীদের’ মদদ দেওয়ার অভিযোগ করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, নিজ্জারকে হত্যায় দিল্লির কোনো ভূমিকা নেই। তবে যে কোনো ‘প্রাসঙ্গিক’ অভিযোগ তদন্তের জন্য প্রস্তুত আছেন তারা। সংবাদসূত্র: এনডিটিভি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)