ইসরায়েল ডিফেন্স ফোর্সেস নিহতের এ তথ্য ‘নিশ্চিত করেনি বা অস্বীকারও করেনি’।
Published : 10 Oct 2023, 10:35 PM
গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১,০০৮ জন নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূতাবাস থেকে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে দূতাবাস থেকে হামলায় আরো তিন হাজার ৪১৮ জন আহত হওয়ার খবরও দিয়েছে।
তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) থেকে দূতাবাসের দেওয়া এই তথ্য ‘নিশ্চিত করেনি বা অস্বীকারও করেনি’ বলে জানায় সিএনএন। আইডিএফ এর এজন মুখপাত্র সিএনএনকে বলেছেন, তারা ৯০০র বেশি মানুষ নিহত হওয়ার খবর জানতে পেরেছেন।
গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের নিহতদের সংখ্যাও বাড়ছে। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ৭৬৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি। আহত হয়েছে চার হাজারের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফেসবুকে এ পোস্টে এ তথ্য জানানো হয়েছে।