ইতালির মাফিয়া বস মাত্তেও মেসিনা দেনারো গ্রেপ্তার

মেসিনা দেনারো দম্ভভরে বলতেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন তাতে ‘একটি কবরস্থান’ পূর্ণ হয়ে যাবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2023, 02:02 PM
Updated : 16 Jan 2023, 02:02 PM

পুলিশের চোখ ফাঁকি দিয়ে ৩০ বছর পালিয়ে বেড়ানো ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ মাফিয়া বস ‍মাত্তেও মেসিনা দেনারো শেষ পর্যন্ত সিসিলিতে গ্রেপ্তার হয়েছেন।

সিসিলির রাজধানী পালেরমোতে একটি প্রাইভেট ক্লিনিক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে খবর প্রকাশ করেছে ইতালির কয়েকটি সংবাদমাধ্যম।

তিনি ওই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। গ্রেপ্তারের পর তাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

মেসিনা দেনারো কুখ্যাত কোসা নোস্ত্রা মাফিয়া দলের প্রধান বলে জানা যায়। তাকে গ্রেপ্তারের অভিযানে শতাধিক পুলিশ কর্মকর্তা অংশ নিয়েছেন বলে জানায় বিবিসি।

অসংখ্য হত্যাকাণ্ডের অভিযোগে ১৯৯২ সালে মেসিনা দেনারোর বিচার হয় এবং আদালত তার অনুপস্থিতিতেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়।

মেসিনা দেনারোর বিরুদ্ধে যেসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তার মধ্যে ১৯৯২ সালে খুন হওয়া মাফিয়ার বিরুদ্ধে কাজ করা দুই আইনজীবী জিওভান্নি ফালকোনি এবং পাওলো বোরসেল্লিনো রয়েছেন।

এছাড়া, ১৯৯৩ সালে মিলান, ফ্লোরেন্স ও রোমে ভয়াবহ বোমা হামলা এবং রাজসাক্ষীতে পরিণত হওয়া এক মাফিয়া সদস্যের ১১ বছরের ছেলেকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মেসিনা দেনারো এক সময় দম্ভের সঙ্গে বলতেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন তাতে ‘একটি কবরস্থান’ কবরে পূর্ণ হয়ে যাবে।