ইমরানের বাড়ির সামনে পুলিশি অভিযান আপাতত বন্ধ

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের গ্রেপ্তার অভিযান বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত বন্ধ করেছে লাহোর হাইকোর্ট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 12:08 PM
Updated : 15 March 2023, 12:08 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেপ্তার করতে তার জামান পার্কের বাসভবনের সামনে পুলিশের অভিযান বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত বন্ধ করেছে লাহোর হাইকোর্ট।

পাকিস্তানের দৈনিক ‘ডন’ জানায়, হাইকোর্টের বিচারপতি তারিক সেলিম শেখ পুলিশি অভিযান বন্ধের এই নির্দেশ দিয়েছেন। এ সময় ‘বর্বর’ কর্মকাণ্ড বন্ধের জন্য পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরির আবেদন নিয়ে শুনানি হয়।

এর আগে আদালত পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার এবং প্রাদেশিক ও ইসলামাবাদ পুলিশ (অভিযান) প্রধানকে দুপুর তিনটার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।

বুধবার সকালে ইসলামাবাদ পুলিশ পাঞ্জাব পুলিশ এবং রেঞ্জার্সদের সহায়তা নিয়ে তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। মঙ্গলবার থেকে শুরু হয়ে বুধবার দ্বিতীয় দিনের মতো ইমরানের বাড়ির সামনে এই পুলিশি অভিযান চলে।

লাহোর হাইকোর্ট পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরির আবেদন গ্রহণ করেছে। ইমরানের আইনজীবী বলেছেন, জামান পার্কের বাড়ির বাইরে বুধবার যা ঘটেছে তা মৌলিক অধিকারের লঙ্ঘন। তিনি বলেন, “ইমরানের বাসভবন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ সেখানে গত ২১ ঘণ্টা ধরে অবস্থান নিয়েছিল।”

ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে পুলিশ অবস্থান নিলে মঙ্গলবার থেকে থেমে থেমে পিটিআই সমর্থকদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। সমর্থকেরাও ইটপাটকেল ছোড়ে।

সমর্থকদের বাধার মুখে পরে পিছু হটে পুলিশ। ইমরান খানকে গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হওয়ায় পর তার বাড়ির সামনে অবস্থান নেওয়া পাঞ্জাব রেঞ্জারদের একটি দলকেও পরে সরিয়ে নেওয়া হয়।

বুধবার পাকিস্তান সুপার লিগের নির্ধারিত ম্যাচ থাকায় পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কয়েকটি সূত্র জানায়, “পাকিস্তান সুপার লিগ (পিসিএল) ৮ ক্রিকেট ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত পুলিশ ইমরান খানের বাসভবনের দিকে এগুবে না।”

পুলিশ পিছু হটার পর পিটিআই প্রধান ইমরান খান মাস্ক পরে বাসভবন থেকে বের হয়ে এসে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন ইমরান। 

ইমরান বলছেন, তাকে গ্রেপ্তারের কোনো কারণ নেই পুলিশের, কেননা তিনি শনিবার পর্যন্ত আগাম জামিন নিয়ে রেখেছিলেন। কিন্তু সরকার বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পরও তাকে গরাদে ঢোকাতে বদ্ধপরিকর। 

অন্য এক টুইটে পিটিআই প্রধান দাবি করেছেন, গ্রেপ্তার নয়, কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য হচ্ছে তাকে ‘গুম ও হত্যা’ করা।

Also Read: সংঘাতের মধ্যেই ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা, নতুন সঙ্কটে পাকিস্তান

Also Read: ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, সমর্থকদের 'বেরিয়ে আসা'র ডাক দিয়ে টুইট