রোডস দ্বীপে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন সেখানকার উপ-মেয়র। দাবানলের কারণে ১৯ হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
Published : 24 Jul 2023, 05:44 PM
গ্রিসের রোডস পর্যটন দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও হোটেল ছেড়ে পালাচ্ছে। চলে যাচ্ছে পর্যটকরাও।
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ছুটির দিনে বেড়াতে আসা হাজারও পর্যটক দাবানাল থেকে বাঁচতে ফ্লাইটে করে বাড়ি ফিরে যাচ্ছে।
রোডস দ্বীপে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন সেখানকার উপ-মেয়র। দাবানলের কারণে ১৯ হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
দ্বীপটিতে আগুন জ্বলছে প্রায় এক সপ্তাহ ধরে। কর্মকর্তারা বলছেন, দেশের প্রায় সব অঞ্চলেই আরও আগুন ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি আছে।
বিপর্যয়কর দাবানল মোকাবেলায় হিমশিম দেশটির কোরফু এবং ইভিয়া দ্বীপে সর্বশেষ মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। কোরফুর উপ-মেয়র দাবানলের জন্য ‘একদল মানুষ’কে দায়ী করেছেন।
রোডস দ্বীপে হোটেল ছেড়ে যারা চলে যেতে বাধ্য হয়েছে তাদেরকে ফিরতি ফ্লাইট ধরার অপেক্ষায় বিমানবন্দরে, শপিং হলে, কনফারেন্স সেন্টারে কিংবা রাস্তায় রাত কাটাতে হচ্ছে। যানবাহন না পাওয়ায় অনেককেই দেখা গেছে প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে বিমানবন্দরে পৌঁছেছেন।
ব্রিটিশ এক পর্যটক কলেছেন, হোটেল পুলের পাশে বসে থাকার সময়ই আগুনের শিখা দেখেছিলেন তিনি। পুলিশ এসে তাদের কিছুক্ষণের জন্য সৈকতে যেতে বলার পর তারা প্রায় আধ ঘণ্টা মতো সেখানে ছিলেন। পরে আগুনের ধোঁয়া বেড়ে যাওয়ায় সবাইকে হোটেল ছেড়ে চলে যেতে বলা হয়। এরপর গরমে হেঁটেই তাদেরকে পৌঁছতে হয়েছে দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে।
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে এখন প্রচণ্ড বাতাসসহ দাবানলের সাথে লড়াই করছে গ্রিসের রোডস দ্বীপ। দেশটিতে তাপমাত্রা বাড়ছে। দেশজুড়েই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে।
গ্রিক প্রধানমন্ত্রী পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছেন, আমাদের সামনে আছে কঠিন দিন, যতক্ষণ না রোডস দ্বীপে তাপমাত্রা কমার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে।
তিনি জানান, দ্বীপটিতে দ্বিতীয় দিনের পর দাবানল কিছুটা কমে আসার লক্ষণ দেখা গিয়েছিল। কিন্তু তার পর দ্রুতই আগুন বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপণের চেষ্টা চলার মাঝেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।