সমকামিতাকে বৈধতা দেওয়ার বিলে শ্রীলংকার সুপ্রিম কোর্টের সায়

শ্রীলঙ্কায় এখনও সমকামিতা অপরাধ হিসাবে গণ্য। এর শাস্তি হিসাবে কারাবাস এবং জরিমানার বিধান রয়েছে।

রয়টার্স
Published : 9 May 2023, 02:15 PM
Updated : 9 May 2023, 02:15 PM

সমকামিতাকে অপরাধের তকমা মুক্ত করার একটি বিলে সবুজ সংকেত দিয়েছে শ্রীলংকার সুপ্রিম কোর্ট।

দেশটির পার্লামেন্টের স্পিকার মঙ্গলবার একথা জানিয়েছেন। অধিকারকর্মীরা এ পদক্ষেপকে ঐতিহাসিক অগ্রগতি বলে এর প্রশংসা করেছে।

শ্রীলংকায় এলজিবিটিকিউ প্লাস (নারী-পুরুষ সমকামী, উভকামী, রূপান্তরকামী, কিম্ভুত ও অন্যান্য) অধিকারকর্মীরা অনেক বছর ধরেই দেশের আইন পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। যে আইনে দেশটিতে এখনও সমকামিতার সাজা জেল এবং জরিমানা।

অধিকারকর্মীদের দাবির মুখেই শ্রীলংকায় গতমাসে সমকামিতাকে অপরাধ হিসাবে গণ্য না করতে পার্লামেন্টে বিল উত্থাপন করা হয়।

তবে এই বিলের কিছু নেতিবাচক দিকের কথা উল্লেখ করে বিলটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন বেশ কয়েকজন।

শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপ্পা বলেন, সুপ্রিম কোর্ট এমন এক ডজনেরও বেশি পিটিশনের পক্ষে-বিপক্ষে যুক্তি শোনার পর রায়ে বলেছে, বিলটি অসাংবিধানিক নয়।

পার্লামেন্টে তিনি বলেন, সুপ্রিম কোর্ট মত এটাই যে, “বিলটি সামগ্রিকভাবে কিংবা কোনও বিধান হিসাবে সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়।”

সুপ্রিম কোর্টের এ রায়কে ‘ঐতিহাসিক’ বলেছেন আইপ্রোবোনো নামক এক সংগঠনের আইনজীবী ও অধিকারকর্মী কবীশা কোসওয়াটে।

যদিও সুপ্রিম কোর্টের পর পার্লামেন্টে এই বিল পাসের জন্য ২২৫ জন সদস্যের সমর্থন জোগাড় করতে হবে অধিকারকর্মীদেরকে।

বিলটিকে সমর্থন দেওয়া নিয়ে সরকার বা বিরোধীদল, কোনও পক্ষই মন্তব্য করেনি। ফলে বিলটি কবে আইনে পরিণত হবে বা আদৌ তা হবে কিনা সেটি স্পষ্ট নয়।

তবে আইনজীবী কবীশা মনে করেন, সামান্য হলেও আশার আলো দেখা দিয়েছে। তিনি বলেন, ‘‘অবশেষে দ্বার খুলেছে। গত কয়েক বছরের মধ্যে এই (এলজিবিটিকিউপ্লাস) সম্প্রদায়ের কাছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’