কোয়ান্টাস ছাঁটাই করা কর্মীদের বদলে ঠিকাদারদের দিয়ে কাজ চালানোর জন্য ক্ষমা চেয়েছে।
Published : 29 Jan 2024, 03:07 AM
বিমান সংস্থা কোয়ান্টাস কোভিড মহামারীর শুরুর দিকে বেআইনিভাবে ১,৭০০ কর্মীকে ছাঁটাই করেছে বলে রায় দিয়েছে অস্ট্রেলিয়ার হাই কোর্ট।
এসব কর্মীকে ছাঁটাই করে সংস্থাটি ঠিকাদারদের দিয়ে কাজ চালাচ্ছিল। তাদের এ কর্মকাণ্ডকে এর আগে ২০২১ সালে বেআইনি বলে রায় দিয়েছিল ফেডারেল আদালত। সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছিল বিমান পরিবহন সংস্থাটি।
বৃহস্পতিবার সে আবেদন নাকচ করে আগের রায় বহাল রেখেছে হাই কোর্ট। আদালত সর্বসম্মত সিদ্ধান্ত দিয়েছে যে, কেয়ান্টাস ২০২০ সালের নভেম্বরে ১০টি বিমানবন্দরে তাদের কর্মীদের যেভাবে ছাঁটাই করেছে, তা ছিল বেআইনি।
সে সময় কোভিড মহামারীর মধ্যে অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তাতে ধস নেমেছিল এয়ারলাইন্স ব্যবসায়। ওই পরিস্থিতিতে অস্ট্রেলিয়াজুড়ে বিমানবন্দরগুলোতে ব্যাগেজ হ্যান্ডেলার এবং পরিচ্ছন্নতাকর্মীদের বরখাস্ত করে কোয়ান্টাস এয়ারওয়েজ।
আর তাতে করে কর্মচারীদের অধিকার সুরক্ষা আইন ‘ফেয়ার ওয়ার্ক অ্যাক্ট’ লঙ্ঘিত হয়েছে বলে জানানো হয়েছে আদালতের রায়ে।
কোয়ান্টাস ছাঁটাই করা কর্মীদের বদলে ঠিকাদারদের দিয়ে কাজ চালানোর জন্য ক্ষমা চেয়েছে। তবে তারা এও বলেছে, মহামারীর সময়ে অর্থনৈতিক সংকটের কারণে ওই পদক্ষেপ নিতে তারা বাধ্য হয়েছিল।
সংবাদসূত্র: রয়টার্স, বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)