আফগানিস্তানের বলখ প্রদেশে বিস্ফোরণে নিহত ১, আহত ৫

দুই দিন আগে নিজ কার্যালয়ে আরেকটি বিস্ফোরণে প্রদেশটির গভর্নর মৌলভি মোহাম্মদ দাউদ মুজাম্মিল দুই সহকর্মীসহ নিহত হন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 10:13 AM
Updated : 11 March 2023, 10:13 AM

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে রাজধানীতে বিস্ফোরণে একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন, জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আরেকটি বিস্ফোরণে প্রদেশটির গভর্নর মৌলভি মোহাম্মদ দাউদ মুজাম্মিল নিহত হন, এর দুই দিন পর শনিবার ফের হামলা হল। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আগের হামলার দায় স্বীকার করেছে।

বলখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেন, “বলখের দ্বিতীয় পুলিশি জেলায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহতদের মধ্যে তিনজন শিশু আছে জানিয়ে তিনি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ ফারদিন নওরোজি রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে তিনি ও অন্য কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন; কিন্তু বিস্তারিত আর কিছু জানাননি।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।  

দুই সহকর্মীসহ প্রাদেশকি গভর্নর দাউদ মুজাম্মিল নিহত হওয়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তালেবান কর্তৃপক্ষ। তারমধ্যেই আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটল।  

মধ্য এশিয়ার সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র বলখ। নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত কান্দাহারের গভর্নর অস্থায়ীভাবে বলখ পরিচালনা করবেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

আরও খবর:

Also Read: আফগানিস্তানে বিস্ফোরণে তালেবান গভর্নর নিহত