২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর বালখ প্রদেশের গভর্নরই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা, যিনি বিস্ফোরণে নিহত হলেন।
Published : 09 Mar 2023, 04:03 PM
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নর তার কার্যালয়েই বিস্ফোরণে নিহত হয়েছেন।
বিবিসি জানায়, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা, যিনি বিস্ফোরণে নিহত হলেন।
তালেবান শাসনামলে আফগানিস্তানে সহিংসতা অনেক কমে এলেও বিশিষ্ট তালেবান কর্মকর্তা ও অন্যান্যদের ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে।
স্থানীয় পুলিশ বলেছে, বৃহস্পতিবারে বিস্ফোরণটি কি থেকে তা স্পষ্ট নয়। কোনও জঙ্গি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে ঘটনার দায় স্বীকার করেনি।
তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, “ইসলামের শত্রুদের ঘটানো বিস্ফোরণে গভর্নর শহীদ হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।”
মুজাম্মিল এর আগে পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের গভর্নর থাকাকালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন বলে শোনা গেছে।
পুলিশ বলেছে, আরেকজন ব্যক্তিও হামলায় নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছে। অনিশ্চিত কয়েকটি খবরে বলা হয়েছে, এটি ছিল আত্মঘাতী হামলা।
বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে প্রাদেশিক তালেবান কর্তৃপক্ষ ৮ বিদ্রোহী ও অপহরণকারীকে হত্যার দাবি করার দিনেই গভর্নর নিহতের এই ঘটনা ঘটল। তবে ওই বিদ্রোহীরা কোন গোষ্ঠীর ছিল সে বিষয়ে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কিছু জানায়নি।