ঋণসীমা বাড়াতে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ বাইডেন-ম্যাকার্থি

আগামী ১০ দিনের মধ্যে ঋণসীমা বাড়াতে কার্যকর পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা আছে।

রয়টার্স
Published : 23 May 2023, 02:20 PM
Updated : 23 May 2023, 02:20 PM

যুক্তরাষ্ট্র সরকারের ৩ কোটি ১৪ লাখ ডলারের ঋণ সীমা বাড়াতে প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

আগামী ১০ দিনের মধ্যে ঋণসীমা বাড়াতে কার্যকর পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা আছে।

সোমবার বিষয়টি নিয়ে বৈঠকে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বাইডেন-ম্যাকার্থি। তবে তারা আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

বাইডেন এবং ম্যাকার্থি ঋণসীমা নিয়ে একটি চুক্তিতে পৌঁছতে হিমশিম খাচ্ছেন।

ম্যাকার্থির দাবি, ঋণ সীমা বাড়াতে হোয়াইট হাউজ ফেডারেল বাজেটে খরচ কমাক। তবে বাইডেন এ পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। তিনি নতুন কর ব্যবস্থার কথা বলছেন। কিন্তু রিপাবলিকানরা এতে রাজি নয়।

সোমবার সন্ধ্যার বৈঠকের পর দু’পক্ষই ঋণখেলাপি হওয়া ঠেকাতে দ্বিপক্ষীয় একটি চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে এবং আগামী দিনগুলোতে নিয়মিত আলোচনা করার ইঙ্গিত দিয়েছে।

এ পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, হায়াইট হাউজের আলোচকরা সোমবার রাতে ক্যাপিটল হিলে ফের আলোচনা শুরু করছেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নির্ধারিত ঋণের সর্বোচ্চ সীমাই ঋণসীমা। ১ জুনের মধ্যে এ ঋণসীমা বাড়াতে না পারলে অথবা ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণ খেলাপি হতে হবে যুক্তরাষ্ট্রকে।