জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি: নেতানিয়াহু

ইসরায়েল থেকে প্রায় ২৪২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 04:43 AM
Updated : 19 Nov 2023, 04:43 AM

প্রায় অর্ধশত জিম্মিকে মুক্তির বিনিময়ে গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তির খুব কাছে পৌঁছে যাওয়ার যে খবর ওয়াশিংটন পোস্ট দিয়েছে তা উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

কূটনীতিকদের বরাত দিয়ে শনিবার ওয়াশিংটন পোস্ট একটি খবর প্রকাশ করে। যেখানে বলা হয়, কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ একটি চুক্তির বিষয়ে একমত হয়েছেন।

ওয়াশিংটন পোস্ট ‘ছয় পাতার ওই চুক্তি’ সম্পর্কে ‘বিস্তারিত তথ্য’ দিয়ে বলে, চুক্তিতে ‘অন্তত পাঁচ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। যে সময়ে প্রাথমিকভাবে ৫০ জন বা তার বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। প্রতি ২৪ ঘণ্টায় জিম্মিদের এক একটি ব্যাচকে মুক্তি দেওয়া হবে’।

সেইসঙ্গে চুক্তিতে গাজায় পাঠানো ‘মানবিক ত্রাণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর’ কথাও বলা হয়েছে। ওই ত্রাণের মধ্যে বিশেষ করে ‘জ্বালানির’ কথা উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদন প্রকাশের পর টাইমস অব ইসরায়েল থেকে এ বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে যোগাযোগ করা হলে তাদের একজন মুখপাত্র বলেন, “আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাইনি। তবে একটি চুক্তিতে উপনীত হতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।”

শনিবার ইসরায়েলের চ্যানেল ১২ এর খবরে বলা হয়, ইসরায়েল জিম্মি মুক্তির আলোচনায় এক একটি পরিবারের সব সদস্যকে একসঙ্গে মুক্তি দেওয়ার বিষয়ে জোর দিয়েছে।

তবে সেদিনই দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জিম্মি মুক্তির বিষয়ে গত কয়েকদিনে প্রকাশ পাওয়া ‘অনেক খবরই অসত্য’ বলে উড়িয়ে দেন। বলেন, “এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি।”

শনিবারের ব্রিফিংয়ে তিনি আরো বলেন, “এখন পর্যন্ত কোনো চুক্তির বিষয়ে আমরা একমত হতে পারিনি।

“আমরা সব জিম্মিকে মুক্ত করে আনতে চাই। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সম্ভাব্য সবচেয়ে বেশি জিম্মিকে ফিরিয়ে আনা যায়। এবং আমরা ঐক্যবদ্ধ আছি। অবশ্যই আমরা পুরো পরিবারকে একসঙ্গে ফিরিয়ে আনতে চাই।”

গত ৭ অক্টোবর গাজার সশস্ত্র বাহিনী হামাস ইসরায়েলে হামলায় চালিয়ে ১৪শ’র বেশি মানুষ কে হত্যা করে। জিম্মি করে নিয়ে যায় ২৪২ জনকে। এখন পর্যন্ত মাত্র চারজন জিম্মিকে তারা মুক্তি দিয়েছে।

হামাসের হামলার দিন থেকেই গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিমান হামলা করে তারা প্রথমে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া চেষ্টা করে। এখন বিমান হামলার পাশপাশি হামাসকে গাজার মাটি থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে সেখানে স্থল অভিযান চালাচ্ছে। এরইমধ্যে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাংশ ঘিরে ফেলেছে।