যতক্ষণ হামাস জিম্মিদের তালিকা দেবে না ততক্ষণ যুদ্ধবিরতি শুরু হবে না, বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
Published : 19 Jan 2025, 01:00 PM
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ হামাস জিম্মিদের তালিকা দেবে না ততক্ষণ যুদ্ধবিরতি শুরু হবে না।
তার দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) যুদ্ধবিরতি শুরু না করতে নির্দেশ দিয়েছেন।
চুক্তির শর্তে জিম্মি-বন্দি বিনিময়ের ২৪ ঘণ্টা আগেই নামের তালিকা দেওয়ার কথা রয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
হামাস জানিয়েছে, কারিগরি জটিলতায় তালিকা দিতে দেরি হচ্ছে।
পরে আইডিএফের এক মুখপাত্রও জানান, হামাস শর্ত না মানায় যুদ্ধবিরতি নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আগের রাতেই দেওয়া এক ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এ যুদ্ধবিরতি ‘সাময়িকও’ হতে পারে, আর হামাস চুক্তি লংঘন করলে ইসরায়েল ফের গাজায় হামলা চালানোর অধিকার রাখে।