এমনটি হলে মোদী হবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর টানা তিনবার প্রধানমন্ত্রী হওয়া একমাত্র নেতা।
Published : 05 Jun 2024, 04:06 PM
ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রপতি ভবনে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ফের সরকার গঠনের দাবি জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার মোদী তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন।
এমনটি হলে তিনি হবেন কংগ্রেসের বলিষ্ঠ নেতা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর টানা তিনবার প্রধানমন্ত্রী হওয়া একমাত্র নেতা।
মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালে লোকসভায় ২৮২টি আসন ও ২০১৯ সালে ৩০৩টি আসনে জয় পেলেও এবার জিতেছে ২৪০টি আসনে। ৫৪৩ আসনের ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭২ আসন লাগে, যা থেকে বিজেপি ৩২টি আসন পেছনে আছে।
তবে বিজেপির ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের শরিকরা আরও ৫৩টি আসন পাওয়ায় তৃতীয় মেয়াদে মোদী প্রধানমন্ত্রী হতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এক্ষেত্রে তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য শরিকদের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।
মোদী উত্তর প্রদেশের বারাণসীতে জয় পেয়ে নিজের লোকসভার আসন ধরে রেখেছেন। এখানে তিনি কংগ্রেসের প্রার্থী অজয় রাইকে প্রায় দেড় লাখ ভোটে পরাজিত করেছেন। এই নিয়ে ভারতের এই মন্দির শহর থেকে তৃতীয়বারের মতো লোকসভার সদস্য হলেন মোদী।
এনডিএ জোট তৃতীয় মেয়াদে সরকার গঠনের দাবি করবে, এটি মঙ্গলবার সন্ধ্যায়ই জানিয়ে দিয়েছিলেন মোদী। বুধবার নির্বাচনের পুরো ফল প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জয়।”
এদিন তিনি শেষবারের মতো তার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিরূপণে এনএডিএ এবং বিরোধীদলীয় জোট ইন্ডিয়ার নেতারা বুধবার রাজধানী নয়া দিল্লিতে পৃথক বৈঠকে মিলিত হচ্ছেন।
নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য এনডিএ জোটের অংশীদার তেলেগু দেশম পার্টি ও জনতা দলের (সংযুক্ত) ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে তেলেগু দেশমের নেতা চন্দ্রবাবু নাইডু ও জনতা দলের নেতা নীতিশ কুমারকে ‘কিংমেকার’ হিসেবে দেখা হচ্ছে। এরা দু’জনেই ভারতের জোট রাজনীতির অভিজ্ঞ দুই খেলোয়াড়।
মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদীও এ দুই্ নেতারা কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।
বিভিন্ন মাধ্যমে জানা গেছে, কংগ্রেস ও ইন্ডিয়া জোট নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগের কথা বিবেচনা করছে। কংগ্রেস এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও ইন্ডিয়া জোটের জ্যেষ্ঠ নেতারা এটি একটি সম্ভাব্য পদক্ষেপ বলে জানিয়েছেন।
নীতিশ কুমার এ নিয়ে কোনো মন্তব্য না করলেও চন্দ্রবাবু নাইডু দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, “আমি এনডিএ জোটে আছি। জোটের বৈঠকে যাচ্ছি।”
আরও পড়ুন:
মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না যেসব কারণে