হামলায় ইসরায়েলের এক সৈন্য গুরুতর আহতও হয়েছে।
Published : 24 Mar 2025, 05:32 PM
ইসরায়েলের উত্তরাঞ্চলে বাস স্টপে অপেক্ষারত যাত্রীদের ওপর গাড়ি তুলে দেওয়ার পর ছুরি হামলা ও গুলিতে এক ব্যক্তি নিহত ও এক সৈন্য গুরুতর আহত হয়েছে।
সোমবার এ হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সন্দেহভাজন হামলাকারীর নাম করিম জাবারিন, তার বয়স ২৫ এবং তিনি পশ্চিম তীরের জেনিনের কাছের জালাফা গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান বলেছে, সন্দেহভাজন হামলাকারী ভিড়ের ওপর গাড়ি তুলে দেওয়ার পর নেমে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন এবং পরে পাশ দিয়ে যাওয়া যানবাহন লক্ষ্য করে স্বয়ংক্রিয় বন্দুক থেকে নির্বিচারে গুলি ছোড়েন।
পরে ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক দল গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স ৭০ এর ঘরে, বলেছে তারা।
গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ব্যক্তি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের সৈন্য বলে পরে সামরিক বাহিনী নিশ্চিত করেছে। তার বয়স ২০ এর ঘরে।