ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা আবিভিম লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় ৫০টি রকেট ছুড়েছে।
Published : 07 Nov 2024, 05:07 PM
ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে ছোড়া হিজবুল্লাহর রকেটের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা আবিভিম লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় ৫০টি রকেট ছোড়ে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে।
এসব রকেটের আঘাতে আবিভিমের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এই রকেটগুলোর একটির আঘাতে সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নের ২০ বছর বয়সী ওই সার্জেন্ট নিহত হন।
২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে এই নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ৬২ জন সেনা নিহত হল, জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন প্রাণঘাতী হামলা চালানোর পর গাজা যুদ্ধের সূচনা হয়। ওই দিন থেকেই ফিলিস্তিনি ছিটমহল গাজায় নিজের অত্যাধুনিক অস্ত্রের বহর নিয়ে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
এর প্রতিক্রিয়ায় ৮ অক্টোরবর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা শুরু করে হামাসের মিত্র হিজবুল্লাহ। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিক থেকে লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে বিধ্বংসী বিমান হামলা চালাতে শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অধিকাংশ শীর্ষস্থানীয় নেতা নিহত হলেও তাদের রকেট ও ড্রোন হামলা বন্ধ হয়নি।
এক বছরেরও বেশি সময় ধরে চলা এসব হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে এ পর্যন্ত ৪১ জন বেসামরিক ও ৬২ জনে সেনা নিহত হয়েছেন।
ইরাক থেকে চালানো ড্রোন হামলায় দুই সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি সিরিয়া থেকেও বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে, তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি।