সোমালিয়ায় জঙ্গিদের হোটেল অবরোধ, নিহত ১৪

রাজধানী মোগাদিশুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছের এই ভিলা রোজ হোটেলটি জঙ্গিদের অবরোধ মুক্ত করতে লড়াই চালায় সোমালিয়ার নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 12:22 PM
Updated : 28 Nov 2022, 12:22 PM

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি জনপ্রিয় হোটেল অবরোধ করে আল-শাবাব জঙ্গিদের হামলার ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে।

রোববার সন্ধ্যায় ভিলা রোজ হোটেলটি জঙ্গিদের অবরোধ মুক্ত করতে লড়াই চালায় সোমালিয়ার নিরাপত্তা বাহিনী।

২০ ঘণ্টারও বেশি সময়ের লড়াইয়ের পর হোটেল পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। প্রাণ হারায় ৮ বেসামরিক নাগরিকসহ ১৪ জন। পুলিশ একথা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা প্রেসিডেন্ট প্রাসাদের কাছের ওই হোটেল থেকে প্রচণ্ড গোলাগুলি এবং দফায় দফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন বিবিসি-কে।

জঙ্গি গোষ্ঠী আল কায়েদার অনুসারী আল-শাবাব জঙ্গি দল এই হামলা চালানোর দায় স্বীকার করেছে।

ভিলা রোজ হোটেলটি সরকারি কর্মকর্তাদের কাছে পছন্দের। হোটেলটি থেকে কয়েকজন মন্ত্রীসহ ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের ৮ জন বেসামরিক নাগরিক, একজন সেনা এবং ৫ জন আল-শাহাব যোদ্ধা।

একজন মন্ত্রী হামলার ঘটনায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং আরেকজন মন্ত্রী পরিবেশমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, তিনি হামলা থেকে প্রাণে বেঁচেছেন।

আল শাবাবের দখল করা এলাকাগুলো সম্প্রতি সোমালিয়ার সরকার সেনারা আফ্রিকান ইউনিয়ন বাহিনী এবং স্থানীয় মিলিশিয়াদের সহায়তায় পুনরুদ্ধার করা শুরু করার পরও এই জঙ্গি গোষ্ঠীটি দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।