ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “হামাস জিম্মি করে রাখা ইসরায়েলিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে।”
Published : 18 Oct 2024, 06:24 PM
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। জিম্মিরা মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
নেতানিয়াহুর এ অঙ্গীকারে গাজায় শান্তি ফেরার আশা ভেস্তে গেছে। পশ্চিমা নেতারাসহ অনেকেই আশা করছিলেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার মধ্য দিয়ে হয়ত গাজায় যুদ্ধ অবসানের পথ খুলবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, “যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন হামাস নেতা সিনওয়ার। তার মৃত্যুতে সেই বাধা দূর হয়েছে।”
কিন্তু সে আশায় পানি ঢেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “হামাস জিম্মি করে রাখা ইসরায়েলিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। তিনি আরও বলেন, “আজ আমরা যোগ্য প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি।”
বৃহস্পতিবার সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ধারনকৃত এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আজ অশুভ শক্তিকে বিনাশ করেছি ঠিকই, কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি।
“প্রিয় জিম্মিদের পরিবারের উদ্দেশ্যে আমি বলছি- আজকের ঘটনা এই যুদ্ধের খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। যতক্ষণ না আপনাদের সব প্রিয়জন ঘরে ফিরছেন, ততক্ষণ পর্যন্ত আমরা সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাব।”
লেবাননে কাজ করা এক কূটনীতিক বলেছেন, “সিনওয়ারের মৃত্যুতে গাজায় যুদ্ধ অবসানের আশা এখন আর নেই বলেই প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন, “আমরা আশা করেছিলাম যে, সিনওয়ারের মৃত্যু মোড় ঘুরিয়ে দেবে। যুদ্ধ অবসান হবে.. সবাই অস্ত্র নামিয়ে রাখতে প্রস্তুত হয়ে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে আমরা আবারও ভুল করছি।”
নেতানিয়াহু কেবল গাজাতেই নয়, লেবাননেও যুদ্ধ চলবে বলে জানিয়েছেন। ওদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের অঙ্গীকার করেছে। তাদের সমর্থক ইরান বলেছে, গাজায় ফিলিস্তিনি মিত্র সিনওয়ার হত্যার ঘটনায় তাদের "প্রতিরোধ স্পৃহা আরও সুদৃঢ় হবে।”
এর আগে রয়টার্স জানায়, পশ্চিমারা যুদ্ধবিরতির আশা করলেও সিনওয়ারের মৃত্যু মধ্যপ্রাচ্যে শত্রুতা বাড়িয়ে তুলতে পারে।
ইসরায়েল এ মাসে লেবাননে স্থল অভিযান শুরু করেছে। এখন গত ১ অক্টোবর হামাস ও লেবাননের হিজবুল্লাহর মিত্র ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল।