গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, গাজার জাবালিয়ার এক বাড়িতে রাতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Published : 12 Oct 2024, 12:45 PM
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের ওয়াচটাওয়ারের কাছে ইসরায়েলি হামলায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন।
শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে।
হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই চলার মধ্যেই এদিন ওই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের মূল ঘাঁটি ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে, এ সময় ওই শান্তিরক্ষীরা আহত হন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পশ্চিমা দেশগুলো এ হামলার নিন্দা জানিয়েছে। লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল বাহিনী এ ঘটনাকে ‘গুরুতর’ উলে্লখ করে বলেছে, জাতিসংঘের সেনাদের ও তাদের স্থাপনার নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
এ ঘটনার পর ফ্রান্স সেদেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে। দেশটি ইতালি ও স্পেনের সঙ্গে দেওয়া এক বিবৃতিতে এসব হামলাকে ‘অযৌক্তিক’ বলে বর্ণনা করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি ইসরায়েলকে ইউএনআইএফআইএল বাহিনীর ওপর হামলা না চালানোর জন্য বলেছেন। রাশিয়া জানিয়েছে, তারা এই ঘটনায় ‘বিরক্ত’ হয়েছে আর শান্তিরক্ষীদের বিরুদ্ধে ‘শত্রুতামূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার জন্য ইসরায়েলের কাছে দাবি জানিয়েছে।
গাজার চিকিৎসা কর্মীরা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার রাতে জাবালিয়ার এক বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, হামাসের যোদ্ধাদের পুনরায় একত্রিত হওয়া ঠেকাতে ইসরায়েল এখানে আক্রমণ চালানোর এক সপ্তাহ পর হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে ইসরায়েলের তেল আবিব অঞ্চলে হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বেজে ওঠে এবং লেবানন থেকে আসা দু’টি ড্রোন শনাক্ত হয়। তারা একটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করতে সক্ষম হলেও অন্যটি তেল আবিব শহরের হার্জলিয়া এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে ওই ভবনে আগুন ধরে যায় ও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াই চলাকালে তাদের বাহিনীর গুলিতে দুই শান্তিরক্ষী আহত হন।
নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য শান্তিরক্ষীদের কয়েক ঘণ্টা আগেই সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছে তারা। কিন্তু তেমনটি না হওয়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।
জাতিসংঘ জানিয়েছে, আহত দুই শান্তিরক্ষী শ্রীলঙ্কার সামরিক বাহিনীর সদস্য।
শুক্রবার রাতে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে, তারা প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা আরও বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ইসরায়েলে সেটেলারদের বাড়িগুলো তাদের জড়ো হওয়ার স্থান হিসেবে ব্যবহার করছে, তাই হিজবুল্লাহ সেগুলোকে লক্ষ্যস্থল হিসেবে বিবেচনা করছে। তারা সেটেলারদের ওই এলাকার অবস্থান না করতে সতর্ক করেছে।
সিরিয়ার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী শুক্রবার রাতে উত্তরপূর্বাঞ্চলীয় দিয়ের এল-জোর বিমানবন্দরের কাছে ইরানের সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোকে লক্ষ্যস্থল করেছে।
এটি ওই অঞ্চলে চলা সংঘাত বিস্তৃত হওয়ার আর একটি ইঙ্গিত বলে মন্তব্য করেছে রয়টার্স।