“যাত্রী, জাহাজ কিংবা চারপাশের পরিবেশে আসন্ন কোনো বিপদ নেই,” বলছে মালিকপক্ষ।
Published : 29 Jan 2024, 03:55 PM
গ্রিনল্যান্ডের একটি লেকে ২০৬ জনকে বহনকারী একটি বিলাসবহুল প্রমোদতরী আটকা পড়েছে চরায়। গত সোমবার গ্রিনল্যান্ডের রাজধানী থেকে ১,৪০০ কিলোমিটার উত্তর-পূর্বের একটি ন্যাশনাল পার্ক ভ্রমণের সময় প্রমোদতরীটি আটকা পড়ে।
মঙ্গলবার জোয়ারও তরীটিকে ভাসিয়ে আনতে পারেনি বলে জানিয়েছে ড্যানিশ মিলিটারি জয়েন্ট আর্কটিক কমান্ড (জেএসি)। তবে প্রমোদতরীটির যাত্রী ও ক্রুরা নিরাপদে আছে, জানিয়েছে এটির মালিক অস্ট্রেলিয়ার প্রমোদতরী পরিচালনাকারী প্রতিষ্ঠান অরোরা এক্সপেডিশনস।
এক বিবৃতিতে তারা বলেছে, “যাত্রী, জাহাজ কিংবা চারপাশের পরিবেশে আসন্ন কোনো বিপদ নেই।”
ড্যানিশ বিমানবাহিনীর বিমান থেকে তোলা ছবিতে দেখা গেছে, প্রমোদতরী ওশেন এক্সপ্লোরার স্থির পানিতে সোজা হয়ে আছে। জেএসি জানিয়েছে, তারা আশেপাশের জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ করছে। এই জাহাজগুলো ওশেন এক্সপ্লোরারকে আটকা পড়া অবস্থা থেকে বের করে আনতে সহায়তা করতে পারে কি না, সেটিই দেখার চেষ্টা চলছে।সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)