সামরিক কর্মকর্তা তাওরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর তাম্বেলাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
Published : 07 Dec 2024, 11:42 PM
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ক্ষমতাসীন জান্তা দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী অ্যাপোলিনায়ার জোয়াচিম কেলেম দে তাম্বেলাকে বরখাস্ত করেছে আর সরকার ভেঙে দিয়েছে।
শুক্রবার সামরিক নেতা ইব্রাহিম তাওরের দপ্তর থেকে জারি করা এক ডিক্রিতে এসব কথা জানানো হয়েছে।
তবে তাম্বেলাকে কেন বরখাস্ত করা হয়েছে ডিক্রিটিতে তার কোনো কারণ জানানো হয়নি। ২০২২ সালের সেপ্টেম্বরে সামরিক কর্মকর্তা তাওরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর তাম্বেলাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ডিক্রিতে বলা হয়েছে, নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা না হওয়া পর্যন্ত বিলুপ্ত সরকারের সদস্যরা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন।
এক দশক আগে প্রতিবেশী মালির সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে ছড়িয়ে পড়া ইসলামপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে বুরকিান ফাসো। এসব বিদ্রোহীদের কিছু অংশের সঙ্গে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক আছে।
বিশ্লেষক, মানবাধিকার গোষ্ঠী ও মানবিক সহায়তাকর্মীরা বলেছেন, ২০২২ সালে নেতৃত্ব গ্রহণের সময় তাওরে তার পূর্বসূরিদের চেয়ে ভালো কিছু করার অঙ্গীকার করেছিলেন, কিন্তু তার শাসনামলে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং তারা ভিন্নমতকেও দমন করছে।