সাওলা সর্বোচ্চ ২০০ কিলোমিটারেরও বেশি বাতাসের বেগ নিয়ে হংকংয়ের পার্শ্ববর্তী চীনের গুয়াংডং প্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।
Published : 01 Sep 2023, 10:33 AM
অতি শক্তিশালী টাইফুন সাওলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে হংকং। নগরীটির অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, হংকংয় শুক্রবার সাওলার তাণ্ডবের কবলে পড়তে পারে। এই ঝড়ের কারণে কর্তৃপক্ষ ৮ নম্বর মহাবিপৎসংকেত জারি করেছে। উপকূলীয় অঞ্চল প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার টাইফুনের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরপশ্চিম প্রশান্ত মহাসাগরে ও দক্ষিণ চীন সাগরে তিনটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। এরমধ্যে সাওলা ও হাইকুইকে টাইফুন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং স্থল থেকে সবচেয়ে দূরে থাকা কিরোগিকে এখনও ক্রান্তীয় ঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সাওলা সর্বোচ্চ ২০০ কিলোমিটারেরও (১২৫ মাইল/ঘণ্টা) বেশি বাতাসের বেগ নিয়ে হংকংয়ের পার্শ্ববর্তী চীনের গুয়াংডং প্রদেশের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।
এটি ১৯৪৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত গুয়াংডং এ আঘাত হানা সবচেয়ে শক্তিশালী পাঁচটি টাইফুনের একটি হয়ে উঠতে পারে বলে বৃহস্পতিবার সতর্ক করেছে চীনের কর্তৃপক্ষ। সাওলাকে কেন্দ্র করে তারা তাদের সর্বোচ্চ টাইফুন সতর্কতা জারি করেছে।
হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সাওলা শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত নগরীটির প্রান্ত ঘেঁষে এগিয়ে যাবে আর এতে হংকংয়ের আবহাওয়া পরিস্থিতির দ্রুত অবনতি হবে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, গুয়াংডংয়ের হুইডং ও তাইশান এলাকার মধ্যবর্তী উপকূল দিয়ে সাওলা শুক্রবার রাতে অথবা শনিবার সকালে স্থলে উঠে আসতে পারে।
হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলেছে, শুক্রবারের পরবর্তী সময়ে আরও উচ্চ মাত্রার ঘূর্ণিঝড় সতর্কতা সংকেত জারি করতে হবে কিনা তা বিবেচনা করে দেখবে তারা।
টাইফুনের জন্য হংকংয়ের পাঁচটি সতর্কতা সংকেত আছে, ১, ৩, ৮, ৯ ও ১০। এর মধ্যে ১০ নম্বর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংকেত।
শুক্রবার হংকংয়ের সব স্কুল বন্ধ রাখা হয়েছে। নিকটবর্তী শহর শেনজেন ও গুয়াংজুরও সব স্কুল বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে হংকংয়ের কেন্দ্রস্থলে ওয়ান চাইয়ের কাঁচবাজারে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। তখনই অনেক বিক্রেতার সব সবজি বিক্রি হয়ে গিয়েছিল। সুপার মার্কেটগুলোতেও ছিল লম্বা লাইন। ঝড়ের আগেই লোকজন কেনাকাটা সেরে নিতে চাইছিল, জানিয়েছে রয়টার্স।
হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, প্রবল ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টির আশঙ্কা করছে তারা।
নগরীটির পতাকা বহনকারী এয়ারলাইন্স ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার টাইফুনের গমনপথের ওপর ভিত্তি করে আরও ফ্লাইট বাতিল বা বিলম্ব করার দরকার হতে পারে বলে জানিয়েছে তারা।