রাশিয়ার বেলগোরোদে গোলাবর্ষণে নিহত ২: গভর্নর

মাসলোভা প্রিস্টান গ্রামের কাছে একটি প্রাইভেট কারে ঘুরে বেড়ানোর সময় দুই নারী শার্পনেলের আঘাতে নিহত হন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2023, 03:30 PM
Updated : 2 June 2023, 03:30 PM

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদে গোলা হামলায় দুই নারী নিহত হওয়ার কথা জানিয়েছেন সেখানকার গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।

তিনি বলেন, মাসলোভা প্রিস্টান গ্রামের কাছে একটি প্রাইভেট কারে ঘুরে বেড়ানোর সময় ওই দুই নারী শার্পনেলের আঘাতে নিহত হন।

কাছের ব্রায়ানস্ক ও কুর্স্ক অঞ্চলের কর্মকর্তারাও জানিয়েছেন, বৃহস্পতিবার রাতভর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেইনের কর্মকর্তারা এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

রাশিয়ার অভ্যন্তরে আগের কয়েকটি হামলার ক্ষেত্রেও জড়িত থাকার কথা অস্বীকার করেছে কিইভ। তারা দাবি করেছে, রাশিয়ার সরকারবিরোধী গোষ্ঠীগুলো এইসব হামলা চালাচ্ছে।

বেলগোরোদের গভর্নর গ্লাদকভ বলেছেন, গোলাবর্ষণে অন্য একটি গাড়িতে ভ্রমণ করা আরও দুইজন আহত হয়েছে।

বিবিসি জানায়, ক্রেমলিনবিরোধী অন্যতম একটি আধাসামরিক গোষ্ঠী বলেছে, তারা নভায়া টাভোলজাঙ্কা গ্রামে সামরিক অভিযান চালাচ্ছে। ‘দ্য ফ্রিডম অব রাশিয়ান লিজন’ (এফআরএল) নামের এই গোষ্ঠীটি বলেছে, তাদের সদস্যদের বহনকারী গাড়ি মনে করে রাশিয়া কামানের গোলা ছুড়লে দুইজন নিহত হয়।

তবে কোনও পক্ষেরই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, দুই শহরে দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয়েছে। কালুগা অঞ্চলেও বনের ভেতরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সম্প্রতি কয়েক সপ্তাহে সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলোতে হামলা বেড়েছে। বৃহস্পতিবার বেলগোরোদে গোলায় আট জন আহত হয়েছে।