‘ইউক্রেইন যুদ্ধ বন্ধের চাবি আছে বাইডেনের, কিন্তু ব্যবহার করেন না’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2023, 02:23 PM
Updated : 27 Jan 2023, 02:23 PM

ক্রেমলিন বলেছে, কিইভকে নির্দেশনা দিয়ে ইউক্রেইন যুদ্ধ শেষ করার চাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হাতেই আছে। কিন্তু ওয়াশিংটন এতদিন পর্যন্ত তা ব্যবহার করতে ইচ্ছুক হয়নি।

নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “কিইভ প্রশাসনের চাবি অনেকটাই ওয়াশিংটনের হাতে।

“এখন আমরা দেখছি যে, হোয়াইট হাউজের বর্তমান নেতা এই চাবি ব্যবহার করতে চাইছেন না। বরং এর বিপরীতে তিনি ইউক্রেইনে আরও অস্ত্র সরবরাহের পথ বেছে নিয়েছেন।”

রাশিয়া প্রায়ই ওয়াশিংটনের বিরুদ্ধে ইউক্রেইনকে নির্দেশ দেওয়া এবং তাদেরকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করে আসছে।

ওদিকে, যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া একটি নির্মম যুদ্ধ শুরু করেছে। সেনা সরিয়ে তারা এই যুদ্ধ শেষ করতে পারে।

দুই পক্ষের মধ্যে উত্তেজনা গত বছর ইতিহাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তারা ইউক্রেইনকে কয়েকমাসের মধ্যে ৪০ কোটি ডলারের ৩১ টি অত্যাধুনিক এমআই আব্রামস ট্যাংক দেবে।

রাশিয়া এর প্রতিক্রিয়ায় বলেছে, আব্রাম ট্যাংক ইউক্রেইনকে দেওয়া মানে অর্থের অপচয়। ইউক্রেইনে অন্যান্য ট্যাংকের মতো এগুলোও পুড়বে।