ভারতের উত্তরাখন্ডে একটি নির্মাণাধীন টানেল ধসে অন্তত ৩৬ জন নির্মাণ শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সুড়ঙ্গ উন্মুক্ত করে আটকা পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনতে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
রোববার সকালে উত্তরকাশী জেলায় নির্মাণাধীন টানেলটির একটি অংশ ধসে যায়। টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার দূরে এই ধস নামে।
উত্তরাখন্ডের সিল্কিয়ারা থেকে ডান্ডালগাঁও পর্যন্ত টানেলটি তৈরি করা হচ্ছিল।হিন্দুদের তীর্থস্থান উত্তর কাশীর সঙ্গে যমুনাত্রীর সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছিল এই টানেল।
দীপাবলির দিনেই সেখানে ঘটল এ দুর্ঘটনা। প্রাথমিক খবরে বলা হয়েছে, টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২৮০০ মিটার ভিতরে কাজ করছিলেন শ্রমিকরা। প্রবেশ পথের প্রায় ২০০ মিটার দূরে ১৫০ মিটার লম্বা অংশ ধসে পাড়ে বলে জানিয়েছে এনডিটিভি।
ধ্বংসস্তূপের ভেতর দিয়ে আটকা পড়াদের জন্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।কর্মকর্তারা জানান, ওই শ্রমিকদের কাছে অক্সিজেন সিলিন্ডার থাকলেও তাদের নিরাপত্তা এবং জীবনের কথা চিন্তা করে অতিরিক্ত অক্সিজেন পাঠানো হচ্ছে।
পাইপে করে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সব ঋতুতে ব্যবহার করা যাবে এরকম সাড়ে চার কিলোমিটার লম্বা ওই টানেল করা হচ্ছিল।
টানেল ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।তিনি বলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সবাই যেন সুস্থ ভাবে ফিরে আসে। ”